বাংলাদেশের ইতিহাস, ঘরের মাঠে বাংলাওয়াশ পাকিস্তান
 
								ছবি: বাংলাদেশ দলের উদযাপন
রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টটাও নিজেদের করে নিলো বাংলাদেশ। যে কারণে প্রথমবারের মতো জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ ব্যতীত অন্য কোনো দলের বিপক্ষে তাদেরই বিপক্ষে সিরিজ জয় এবং হোয়াইটওয়াশ করার কৃতিত্ব অর্জন করলো লাল সবুজের দল।
পঞ্চম দিনের প্রথম সেশন পর্যন্ত চালকের আসনেই ছিলো বাংলাদেশ। লাঞ্চ বিরতির পর শান্ত এবং মুমিনুলের উইকেট হারালেও শেষমেশ মুশফিকুর রহীম এবং সাকিব আল হাসানের ৩২ রানের জুটির উপর ভিত্তি করে ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টিম টাইগার্স। মুশি ২২ এবং সাকিব অপরাজিত থাকেন ২১ রানে। পাকিস্তানের হয়ে হামজা, খুররাম, আবরার এবং আঘা উভয়েই নিয়েছেন একটি করে উইকেট।
এর আগে, পঞ্চম দিনের শুরুটা অবশ্য বেশ ভালোই করেছিল পাকিস্তান। আগের দিনের দুই সেট ওপেনারকে প্রথমে সাজঘরের পথ দেখান স্বাগতিক পেসাররা। দলীয় ৫৮ রানে টাইগার ব্যাটার জাকির হাসানকে একটি চমৎকার ইনসুইং বলের মাধ্যমে আউট করেন বাঁহাতি পেসার মির হামজা। আউট হওয়ার আগে জাকির খেলেন ৪০ রানের ইনিংস। এর কিছুক্ষণ পর আরেক ওপেনার সাদমান ইসলামকে আউট করেন আরেক পাকিস্তানী পেসার খুররাম শেহজাদ। দলীয় ৭০ রানে আউট হন তিনি। এরপর শান্ত আর মুমিনুল মিলে গড়েন ৫৭ রানের জুটি।
এরপরই দলের হাল ধরেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। তারা দুইজনে মিলে এখন পর্যন্ত তৃতীয় উইকেট জুটিতে যোগ করেছেন ৫২ রান। শান্ত অপরাজিত আছেন ৩০ রানে এবং মুমিনুল আছেন ২০ রানে।
বিভি/এমআর
 
						





 
							
							 
						 
 
										 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							
 
											 
											 
											 
											
মন্তব্য করুন: