• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পাকিস্তানকে বাংলাওয়াশ: দেশে ফিরলে দলকে সংবর্ধনা দেবে সরকার 

প্রকাশিত: ১৭:১৬, ৩ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৭:৫৮, ৩ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
পাকিস্তানকে বাংলাওয়াশ: দেশে ফিরলে দলকে সংবর্ধনা দেবে সরকার 

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করেছে টিম বাংলাদেশ। শুধু সিরিজ জয়ই নয় স্বাগতিকদের তাদেরই মাটিতে বাংলাওয়াশ করেছে নাজমুল হোসেন শান্তর দল। এই অর্জনে, বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পাকিস্তানকে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করার পর পরই তিনি অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে মুঠোফোনে পুরো দলকে অভিনন্দন জানান। এমনকি এ সময় দেশে ফিরলে পুরো দলকে সংবর্ধনা দেওয়ার কথাও জানান তিনি।

পাকিস্তানকে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশ ৬ উইকেটে হারিয়েছে। প্রথম টেস্টও জিতেছে ১০ উইকেটের ব্যবধানে। তাতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের স্বাদ নিয়েছে লাল-সবুজ দল। ফোন করে প্রধান উপদেষ্টা নাজমুল হোসেন শান্তকে বলেছেন, ‘সরকার ও আমার পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত।’

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট জিততে দলের অনেক ক্রিকেটারই পারফর্ম করেছেন বেশ দারুণভাবে। হাসান মাহমুদের পাঁচ উইকেট, মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে কিংবা লিটন দাসের হার না মানা সেঞ্চুরি। এই সবকিছু বার্তা দেয় কতোটা দারুণ ছন্দে আছে গোটা দল। দ্বিতীয় টেস্টে ১৩৮ রানের ইনিংস উপহার দিয়ে ম্যাচসেরা লিটন । এছাড়াও অলরাউন্ড নৈপুণ্যের কারণে সিরিজ সেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ। ১৫৫ রানের পাশাপাশি তার সংগ্রহ ১০ উইকেট।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2