মেসিকে ছাড়াই চিলির জালে গোল উৎসব, আর্জেন্টিনার বড় জয়
চোটে পড়া লিওনেল মেসিকে ছাড়া চিলির জালে গোল উৎসবেই জিতলো আর্জেন্টিনা। বুয়েন্স আয়ার্সে আজ বিশ্বকাপ বাছাই ম্যাচটি ৩-০ গোলে জিতে নেয় বিশ্ব চ্যাম্পিয়নরা। সাত খেলায় ষষ্ঠ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার অঞ্চলে শীর্ষস্থান আরও শক্ত হলো আর্জেন্টিনার।
ঘরের মাঠে চিলির বিপক্ষে বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেই খেলতে থাকে লিওনেল স্কালোনির দল। তৃতীয় ও একাদশ মিনিটে জুলিয়ান আলভারেজ গোলবারের ওপর দিয়ে মেরে সুযোগ নষ্ট করেন। সাত মিনিট পর লাউতারো মার্টিনেজের শট এবং ৩৪তম মিনিটে ডি পলের ক্রস রুখে দেন গোলরক্ষক গ্যাব্রিয়েল আরিয়াস। বিরতির আগে চিলিকে হতাশ করে গোলবার। মাতিয়াস কাতালানের লাফিয়ে নেওয়া হেড দূরের পোস্টে বাধা পায়।
দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে নেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। বক্সের সেন্টারে আলভারেজের পাস পেয়ে ডান পায়ের শটে জাল কাঁপান লিভারপুল মিডফিল্ডার। ৮৪ মিনিটে আলভারেজ ব্যবধান বাড়ান। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ অ্যাটলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ডের। ৭৯ মিনিটে লাউতারোর বদলি নামা রোমার ফরোয়ার্ড পাওলো দিবালা যোগ করা সময়ের প্রথম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন।
সাত খেলায় ১৮ পয়েন্ট নিয়ে একটি করে ম্যাচ কম খেলা উরুগুয়েকে পাঁচ ও কলম্বিয়াকে ছয় পয়েন্ট দূরে রেখে শীর্ষে কোপা-বিশ্বকাপ-কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা।
বিভি/টিটি
মন্তব্য করুন: