• NEWS PORTAL

  • রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গোল পেলেন রদ্রিগো, চার ম্যাচ পর ব্রাজিলের জয়

প্রকাশিত: ০৯:৫১, ৭ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
গোল পেলেন রদ্রিগো, চার ম্যাচ পর ব্রাজিলের জয়

আগামী ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব ভালো যাচ্ছে না পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের। গত চার ম্যাচেই জয়শূন্য ছিল ব্রাজিল। যার মধ্যে শেষ তিন ম্যাচে হেরেছিল সেলেকাওরা। তবে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নেমে জয় পেয়েছে ভিনিসিয়ুস জুনিয়রররা। রদ্রিগোর একমাত্র গোলে চার ম্যাচ পর জিতলো নেইমারবিহীন ব্রাজিল।

শনিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর ছয়টায় শুরু হওয়া ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম‍্যাচে ঘরের মাঠে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। ৭ ম‍্যাচে ৩ জয়ে ব্রাজিলের পয়েন্ট ১০। পয়েন্ট তালিকার চার নম্বরে উঠে এলো পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা। সমান ম‍্যাচে ৮ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেল একুয়ডের। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বিশ্ব চ‍্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আজ ম্যাচের তৃতীয় মিনিটেই ভালো সুযোগ পায় ব্রাজিল। রদ্রিগোর ফ্রি কিকে পেনাল্টি স্পটের কাছ থেকে হেড লক্ষ‍্যে রাখতে পারেননি লুইস এইহিক। ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায় বল। তবে গোলের দেখা পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ৩০তম মিনিটে জালের দেখা পান রদ্রিগো। লুকাস পাকেতা বল পেয়ে পাস বাড়ান রদ্রিগোকে। বল নিয়েই উল্টো দিকে ঘুরে ইকুয়েডরের এক ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন তিনি। ইকুয়েডরের এক ডিফেন্ডারের গায়ে লেগে বলের গতিপথ খানিকটা পরিবর্তন হয়ে জালের দেখা পায় বল।

বিরতিতে যাওয়ার কিছুক্ষণ আগে ইকুয়েডর প্রায় সমতায় আসছিল, কিন্তু গোলকিপার আলিসন ফিরিয়ে দেন কেইসেদোর জোরালো শট। আর ফিরতি শট গোললাইন থেকে ফিরিয়ে দেন গাব্রিয়েল মাগালিয়াইস।

১-০ গোলের স্কোরলাইনে শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ জমে ওঠে ম‍্যাচ। তবে নিশ্চিত সুযোগ তৈরি করতে পারছিল না কোনো দলই। ৩ পয়েন্ট নিশ্চিত করে সেলেসাওরা। এতে করে কিছুটা স্বস্তি ফিরেছে হলুদ শিবিরে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2