• NEWS PORTAL

  • সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাংলাদেশ-ভারত ম্যাচে হামলার হুমকি নিয়ে যা বলছে বিসিবি

প্রকাশিত: ১৭:৩৫, ৭ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৭:৩৬, ৭ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
বাংলাদেশ-ভারত ম্যাচে হামলার হুমকি নিয়ে যা বলছে বিসিবি

আগামী ১৫ সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন এই সফরের একটি টি-টোয়েন্টি ম্যাচে হামলার হুমকি দিয়েছিল ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। এমনকি সম্প্রতি তারা দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুরেও হামলার হুমকি দিয়েছে। যা নিয়ে শনিবার (৭ সেপ্টেম্বর) প্রতিক্রিয়া জানিয়েছে বিসিবি।

বিসিবির নতুন বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম গণমাধ্যমকে এ বিষয়ে বলেন, ‘না এরকম সবসময় সব দেশের খেলাতে অন এন্ড অফ থাকেই। আমার মনে হয় না সেটা বড় একটা থ্রেট। আমাদের যেভাবে পরিকল্পনা করা আছে, সেভাবেই করব।’

তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারছি না, তবে দিন দুয়েকের মধ্যে দিয়ে দিতে পারে।’

উল্লেখ্য যে, আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে বাংলাদেশ-ভারতের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। এরপর দুই দল খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: