• NEWS PORTAL

  • রবিবার, ২৩ মার্চ ২০২৫

ব্যাটে না পারলেও বোলিংয়ে সারের জয়ে অবদান সাকিবের

প্রকাশিত: ২২:৩৪, ১৩ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
ব্যাটে না পারলেও বোলিংয়ে সারের জয়ে অবদান সাকিবের

সমারসেটের বিপক্ষে চার দিনের ম্যাচে সাকিব আল হাসান ৯ উইকেট পেলেও জ্বলে উঠতে পারেননি ব্যাটিংয়ে। বৃহস্পতিবার টন্টনে তার দল সারে ২২১ রানের টার্গেটে ১০৯-এ অলআউট হয়। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপ 'ডিভিশন ওয়ানের' ম্যাচটি ১১১ রানে জিতে নেয় সমারসেট। 

এই ম্যাচ দিয়ে ১৩ বছর পর কাউন্টি ক্রিকেটে ফেরা সাকিব সারের হয়ে প্রথম ইনিংসে ৯৭ রানে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৯৬ রানে পাঁচ শিকার ধরেন। তার বাঁ-হাতি স্পিনে নাকাল হওয়া সমারসেটের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২২৪ রানে। আগের দিনের ৯ উইকেটে ১৯৪ রানের সাথে চতুর্থ দিন সকালে আরও ৩০ রান যোগ করে শেষ উইকেট জুটি। 

টম ব্যাটনকে ৪৬ রানে ফিরিয়ে ৭১ রানের জুটি ভাঙ্গেন সাকিব। ম্যাচে ৯ উইকেট পান বাংলাদেশ অলরাউন্ডার। প্রথম ইনিংসে ৩১৭-তে অলআউট হওয়া দলটির লিড দাঁড়ায় ২২০ রান। প্রথম ইনিংসে তিন রানের লিড পাওয়া সারে দ্বিতীয় ইনিংসে তিন উইকেটে ৯৫ তোলার পর ধ্বস নামে ব্যাটিংয়ে। 

মাত্র ১৪ রানের মধ্যে শেষ সাত উইকেটের পতনে ১০৯-এ গুটিয়ে যায় সারে। অধিনায়ক ররি বার্নসের সঙ্গে ব্যাটিং ওপেন করতে নামা ডম সিবলি একাই করেন ৫৬ রান। প্রথম ইনিংসে ১২ রান করা সাকিব ফেরেন শূন্য রানে। বাঁ-হাতি স্পিনার জ্যাক লিচ ৩৭ আর অফ স্পিনার আর্চি ভন ৩৮ রান দিয়ে পাঁচটি করে উইকেট নেন। প্রথম ইনিংসে লিচ চারটি, ভন ছয়টি শিকার ধরেছিলেন। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

আজকের সময়সূচী (২৩ মার্চ ২০২৫)

সেহরি:

০৬:০০

ইফতার:

০৬:১১

Drama Branding Details R2
Drama Branding Details R2