টস হারলেন শান্ত, নতুন জার্সি পরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টেস্ট সিরিজের গ্লানি ভুলতে এবার ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি পরীক্ষা শুরু বাংলাদেশের। গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে গড়িয়েছে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। ম্যাচে টস জিতেছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার। টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছেন নাজমুল হোসনে শান্ত।
টেস্ট ক্রিকেটে ব্যর্থ বাংলাদেশ। দুই টেস্টের সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। তবে টি-টোয়েন্টি ভিন্ন ফরম্যাট। ২০ ওভারের ক্রিকেটে একটি ভালো দিন বদলে দিতে পারে ম্যাচের ফল। যদিও এই ফরম্যাটেও ভারতের সাথে পার্থক্য অনেক। টি-টোয়েন্টির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। তাদের বিপক্ষে ১৪ ম্যাচ খেলে ১৩টিতেই হেরেছে টাইগাররা।
ঘরের মাঠে টি-টোয়েন্টিতে গত ১৫টি সিরিজে অপরাজেয় টিম ইন্ডিয়া। ১৩ সিরিজ জয়ের বিপরিতে দু'টিতে ড্র করেছে তারা। যদিও বাংলাদেশের একমাত্র জয়টি এসেছে ভারতের মাটিতেই। টেস্ট দলটি থেকে অনেকটাই পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে।
এই ম্যাচে নতুন জার্সি পরে মাঠে নামছে বাংলাদেশ দল। বিশেষ এই জার্সি গতকাল প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি।
ভারত একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), সূর্য কুমার যাদব, নীতীশ কুমার রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, হর্ষিত রানা ও মায়াঙ্ক যাদব।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, পারভেজ ইমন, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
বিভি/এজেড
মন্তব্য করুন: