• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ভারতের বিপক্ষে এবার টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ এড়ানোর মিশন বাংলাদেশের

প্রকাশিত: ১৫:৩৩, ১২ অক্টোবর ২০২৪

আপডেট: ১৫:৩৪, ১২ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
ভারতের বিপক্ষে এবার টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ এড়ানোর মিশন বাংলাদেশের

ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে এবার টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ এড়ানোর মিশন বাংলাদেশের। সিরিজের তৃতীয় ম্যাচে আজ স্বাগতিকদের মোকাবেলায় নামবে টাইগাররা। হায়দারাবাদে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেবেন মাহমুদুল্লাহ রিয়াদ। 

ভারত সফরে একের পর এক লজ্জায় ডুবছে নাজমুল হোসেন শান্তরা। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ২-০তে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টেস্টটি হেরেছে দুই দিনেরও কম সময়ে। টি-টোয়েন্টিতে ঘুরে দাড়ানোর আশার বাণী শুনিয়েছিলো টাইগার টিম ম্যানেজমেন্ট। সেখানে আরো লেজে গোবরে অবস্থা।

ভারতের দ্বিতীয় সারির দলের কাছে প্রথম দুই ম্যাচে হেরে এরই মধ্যে সিরিজ হাতছাড়া হয়েছে। পাওয়ার ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের দৈন্যতা ফুটে উঠেছে দুই ম্যাচেই।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের ২২১ রানের জবাবে বাংলাদেশ করেছে ১৩৫ রান। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2