• NEWS PORTAL

  • সোমবার, ১১ নভেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সাগরিকায় পাঁচশো পার করলো দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত: ১৪:২২, ৩০ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
সাগরিকায় পাঁচশো পার করলো দক্ষিণ আফ্রিকা

চট্টগ্রামের সাগরিকায় প্রথম দিন ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছে। দ্বিতীয় দিনেও দারুণভাবে এগোচ্ছে তারা। অল্প সময়ের মাঝে ৩ উইকেট হারালেও প্রথম ইনিংসে পাঁচশো পেরনোর দিকে এগোচ্ছে প্রোটিয়ারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাঁচ উইকেটে ৫০২ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। সেনুরান মুথুসামি ৩৮ ও উইয়ান মাল্ডার ৬৮ রানে ব্যাট করছেন। ২ উইকেটে ৩০৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা।

দিনের শুরুতেই বাংলাদেশের জন্য ছিল হতাশার মুহূর্ত। দ্বিতীয় ওভারে হাসানের বলে বেডিংহামকে এলবিডব্লিউ দিয়েছিলেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। দিনের প্রথম ১৭ ওভার নির্বিঘ্নেই কাটায় তারা। বড় পুঁজির পথে এ সময় ভালোভাবেই এগোচ্ছিল প্রোটিয়ারা। তবে এরপরই দৃশ্যপটে তাইজুলের আবির্ভাব। প্রথমে ৫৯ রান করা রিকেলটনকে বোল্ড করেন তাইজুল। একটু পরই টনি ডি জর্জিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। ক্যারিয়ার সেরা ১৭৭ রান করেন এ ব্যাটার। সেই রেশ না কাটতেই রানের খাতা খোলার আগে কাইল ভেরেইনকে ফেরান বাঁহাতি স্পিনার।

বিভি/ এসকে

মন্তব্য করুন: