ইয়ামালের অভাব হাঁড়ে হাঁড়ে টের পেল বার্সেলোনা
বার্সেলোনা ফরোয়ার্ড লামিনে ইয়ামাল
স্প্যানিশ লা লিগায় হেরেছে বিবর্ণ বার্সা। জিতেছে রিয়াল সোসিয়েদাদ। চ্যাম্পিয়ন্স লিগে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন বার্সেলোনা ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। চোট থেকে সেরে না ওঠায় সান সেবাস্তিয়ানে লা লিগার ম্যাচে সোসিয়েদাদের বিপক্ষে খেলতে পারেননি তিনি।
তার জায়গায় শুরুর একাদশে আক্রমণভাগে লেভানদোভস্কি ও রাফিনিয়ার সঙ্গী হন ফের্মিন লোপেস। কিন্তু ব্যর্থ হন ফরোয়ার্ডরা। ম্যাচে ফুটে ওঠে লামিনে ইয়ামালের অভাব। প্রথমার্ধে রবের্ত লেভানদোভস্কি সোসিয়েদাদের জালে বল পাঠালেও অফসাইডে বাতিল হয় গোল।
পুরো ম্যাচে প্রতিপক্ষের সিমানায় ১১টি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি হান্সি ফ্লিকের দল। ৩৩তম মিনিটে এগিয়ে যায় সোসিয়েদাদ। গোলরক্ষককে ফাঁকি দেন শেরালদো বেকার। এরপর ব্যবধান বাড়ানোর চেষ্টা করে উজ্জ্বীবিত সোসিয়েদাদ। তবে পারেনি তারা। শেষ পর্যন্ত ১-০তেই ম্যাচ জিতে নেয় দলটি।
এই ম্যাচ হারলেও ১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বার্সেলোনা। ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের আটে উঠেছে রিয়াল সোসিয়েদাদ।
বিভি/এজেড
মন্তব্য করুন: