• NEWS PORTAL

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ক্রিকেট মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ভারতীয় ক্রিকেটার

প্রকাশিত: ১৭:৩৭, ২৯ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
ক্রিকেট মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ভারতীয় ক্রিকেটার

ফাইল ছবি

ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ এএস ট্রফিতে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ম্যাচ চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়েন ইমরান প্যাটেল নামের ক্রিকেটার। ঘটে এক বিচিত্র ঘটনা। ম্যাচ চলছিল লাকি বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার ও ইয়ং একাদশের। আগে ব্যাট করতে নেমে লাকি বিল্ডার্সকে উড়ন্ত সূচনা এনে দেন অধিনায়ক ইমরান প্যাটেল। ষষ্ঠ ওভারের শেষ দুই বলে চার মেরে এই ওপেনার দলকে পৌঁছে দেন ৪৫ রানে। এর কিছুক্ষণ পরই অসুস্থ বোধ করছিলেন তিনি।

অসুস্থতা না কমায় প্যাটেল আম্পায়ারকে জানান, তার ঘাড় ও হাতে ব্যথা করছে। এরপর আম্পায়ার তাকে অনুমতি দিয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে যাওয়ারও পরামর্শ দেন। কিন্তু, মাঠেই লুটিয়ে পড়েন প্যাটেল। 

জানা যায়, মাঠ ছেড়ে যাওয়ার সময় বাউন্ডারির কাছে গিয়েই লুটিয়ে পড়েন প্যাটেল। এ সময় দৌঁড়ে সাহায্যের জন্য এগিয়ে যান অন্য খেলোয়াড়রা। এরপর জরুরিভিত্তিতে প্যাটেলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, অনেক চেষ্টার পরও আর বাঁচানো যায়নি তাকে। যদিও ঠিক কী কারণে মারা গেছেন এই ক্রিকেটার, সে সম্পর্কে এখনো জানা যায়নি।

এদিকে, প্যাটেলের মৃত্যুতে স্থগিত হয়ে যায় ম্যাচ। ম্যাচে ১৮ বল খেলে ৩ চারে ২২ রান করেন এই ব্যাটার। সেই ২২ রানেই আজীবন অপরাজিত থাকবেন তিনি। আর কখনো মাঠে দেখা যাবে না তাকে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: