• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নকে হারাল ৯ বছরের বাংলাদেশি

প্রকাশিত: ১৮:৪৩, ১৯ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নকে হারাল ৯ বছরের বাংলাদেশি

গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেনকে ইতিহাসের সেরা দাবাড়ু (তর্কসাপেক্ষে) বলে দাবি করেন অনেকে। নরওয়ের এই গ্র্যান্ডমাস্টার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন পাঁচবার। সেই কার্লসেনকেই হারিয়ে আলোচনায় এসেছে বাংলাদেশের ৯ বছর বয়সী দাবাড়ু রায়হান রশিদ মুগ্ধ। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের ফিদেমাস্টার নাঈম হক। নিজের ফেসবুক স্ট্যাটাসের মধ্যমে মুগ্ধর অবিশ্বাস্য জয়ের কথা জানান নাঈম। 

শনিবার (১৮ জানুয়ারি) বুলেট ব্রলে কার্লসেনের মুখোমুখি হয় মুগ্ধ। এই ফরম্যাটে প্রত্যেক দাবাড়ুকে সর্বোচ্চ এক মিনিট সময় দেয়া হয়। এর মধ্যেই কার্লসেনকে হারিয়ে বাজিমাত করে মুগ্ধ। যদিও কার্লসেন নিজে থেকেই হার মেনে নেন। তাই আর কিস্তিমাতের প্রয়োজন পড়েনি।

অনলাইন এই গেমটি খেলতে হয় চেস ডট কমে। কোনো টাইটেল (খেতাব) না থাকায় মুগ্ধ নিজের আইডি থেকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেনি। তাই ফিদেমাস্টার নাঈম হকের প্রোফাইল থেকেই খেলতে থাকে সে।  

নাঈম তার ফেসবুক পোস্টে লিখেন, ‘৯ বছরের মুগ্ধ হারাল ম্যাগনাস কার্লসেনকে! মুগ্ধ বুলেট ব্যাটেল খেলবে, তবে টাইটেল না থাকার কারণে সে খেলতে পারে না। আমি তাই আমার চেস ডট কমের আইডিটা দিলাম সে খেলল ও ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও বর্তমান তিন ফরম্যাটে ১ নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিল।’

মাউসের অনিচ্ছাকৃত ক্লিকের কারণে কুইনের চাল ভুল জায়গায় দেন কার্লসেন। আর সেটাই জয়ের সুযোগ তৈরি করে দেয় মুগ্ধর জন্য।  

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2