• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

লা লিগার শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: ১০:৪১, ২০ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
লা লিগার শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ

ছবি: সংগৃহীত

লাস পালমাসের জালে গোল উৎসব করে স্প্যানিশ লা লিগার শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে রবিবার কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে মাদ্রিদ জায়ান্টদের জয় ৪-১ ব্যবধানে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের অন্য দুই গোলদাতা ব্রাহিম দিয়াস ও রদ্রিগো।

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শুরুর ২৮ সেকেন্ডের মাথায় পালমাসের ফাবিও সিলভা গোল করে  রিয়ালকে স্তব্ধ করে দেন। তৃতীয় মিনেটেই সমতায় ফিরতে পারতো কার্লো আনসেলোত্তির দল। কিন্তু বাঁ-দিক থেকে রদ্রিগোর ছয় গজ বক্সে বাড়ানো বল ফাঁকায় পেয়েও দিয়াস তা বাইরে মারেন। ১৮ মিনিটে এমবাপ্পে পেনাল্টি থেকে গোল করে স্বস্তি আনেন রিয়াল শিবিরে। ডি-বক্সে রদ্রিগো ফাউলের শিকার হয়েছিলেন।

ভিনিসিউসের নিষেধাজ্ঞায় একাদশে ঢোকা দিয়াস ৩৩ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন। ডি-বক্সের বাইরে থেকে এমবাপ্পের শট গোলরক্ষক ফেরানোর পর লুকাস ভাসকেসের পাসে স্লাইডে ফাঁকা জালে বল পাঠান স্প্যানিশ মিডফিল্ডার। তিন মিনিটের মধ্যে রদ্রিগোর পাস থেকে এমবাপ্পে ফের গোল করে লিড আরও বাড়িয়ে নেন। ৪২ মিনিটে ফরাসি ফরোয়ার্ড আবার বল জালে পাঠান। কিন্তু ভিএআরে উবে যায় তার হ্যাটট্রিকের আনন্দ। ৫৭ মিনিটে রদ্রিগো স্কোরলাইন ৪-১ করে দলের বড়ো জয় নিশ্চিত করেন।

শীর্ষে ফেরা রিয়াল ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদকে দুই ও বার্সেলোনাকে ৭ পয়েন্ট দূরে রাখলো।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2