• NEWS PORTAL

  • শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ভঙ্গুর দল নিয়ে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া   

প্রকাশিত: ১৩:২৪, ২২ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
ভঙ্গুর দল নিয়ে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া   

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘ভাঙাচোরা’ এক দল নিয়ে অংশ নিচ্ছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ পূর্ণ শক্তির ইংল্যান্ড। পাকিস্তানের লাহোরে বাংলাদেশ সময় বিকাল তিনটায় মাঠে গড়াবে ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ন ম্যাচটি। 

চোটের কারণে অস্ট্রেলিয়া দলে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে নেই জশ হ্যাজেলউড ও মিচেল মার্শ। ব্যক্তিগত কারণে থাকছেন না মিচেল স্টার্ক। মার্কাস স্টয়নিস নিয়েছেন অবসর। তাই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে স্টিভেন স্মিথের নেতৃত্বে যে দলটি পাকিস্তানে গেছে, সেটাকে অস্ট্রেলিয়ার মূল দল না বলে দ্বিতীয় সারির দল বলাই ভালো। 

শন অ্যাবোটের নেতৃত্বে দলটির পেস বোলিংয়ে এবার প্রায় সবাই নতুন। অবশ্য অজি অধিনায়ক তা নিয়ে বিচলিত নন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সংবাদ সস্মেলনে অজি অধিনায়ক জানিয়ে দেন, নিয়মিত পেসারদের পরিবর্তে যারা এসেছে, তাদের ভালো সামর্থ্য আছে ওই ঘাটতি পূরণের। তবে মরা হাতি যেমন লাখ টাকা, ‘ভাঙাচোরা’ দল হয়েও আইসিসি টুর্নামেন্টে অজিরা তেমনই। সব সময় শিরোপার বড়ো দাবিদার। 

ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলার সেটাই মনে করিয়ে দিয়ে বলেন, কঠিন একটা চ্যালেঞ্জ প্রত্যাশা করছেন তারা। আসলে ইংল্যান্ডও খুব সুবিধাজনক অবস্থায় নেই। কয়েক দিন আগে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে তারা। সফরে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ৪-১ ব্যবধানে। 

বিভি/এসজি

মন্তব্য করুন: