দ্বিতীয় সেমির মহারণে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত অজি নারীদের
নারী ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৩টা নাভি মুম্বাইয়ের স্টেডিয়ামে শুরু হওয়া ওয়ানডে ম্যাচে অজি নারীদের প্রতিপক্ষ ভারত।
এদিকে, এর আগে প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল। আজ যে দল জিতবে তারাই দক্ষিণ আফ্রিকার সঙ্গে ফাইনালে লড়বে।
ভারত একাদশ: স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, আমানজট কওর, হারমানপ্রিত কওর (অধিনায়ক), জেমিমা রদ্রিগেজ, দিপ্তি শর্মা, রিচা ঘোষ, রাধা যাদব, ক্রান্তি গাউদ, শ্রী চরনি, রেনুকা সিং।
অস্ট্রেলিয়া একাদশ: ফিবি লিচফিল্ড, আলিশা হেলি (অধিনায়ক), এলিসি পেরি, বেথ মুনি, অ্যানাবেল সুথারল্যান্ড, অ্যাশলে গার্ডেন, তাহলিয়া ম্যাকগ্রেথ, সোফি মলিনাক্স, অ্যালেনা কিং, কিম গার্থ, মেগান স্কাট।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: