ভিয়ারিয়ালকে হারিয়ে স্প্যানিশ লা লিগার শীর্ষে রিয়াল

ছবি: সংগৃহীত
ভিয়ারিয়ালকে হারিয়ে স্প্যানিশ লা লিগার শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদ। শনিবার (১৫ মার্চ) প্রতিপক্ষের মাঠে পিছিয়ে পড়ার পর কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে মাদ্রিদ জায়ান্টদের জয় ২-১ ব্যবধানে। এই জয়ে দুই ম্যাচ কম খেলা বার্সেলোনাকে তিন পয়েন্ট পেছনে ফেলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
ঠাসা সূচিতে খেলোয়াড়দের যথেষ্ট বিশ্রাম না পাওয়ার যে দুর্ভাবনার কথা রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, এদিন মাঠে বল গড়াতেই তার যথার্থতা মিলতে শুরু করে। উজ্জীবিত ভিয়ারিয়ালের সামনে পারফরমেন্স দিয়ে মন ভরাতে পারছিলো না রিয়াল। সপ্তম মিনিটেই পিছিয়ে পড়ে তারা। কর্নার থেকে বল পেয়ে ভিয়ারিয়ালের আর্জেন্টাইন ডিফেন্ডার হুয়ান ফয়থ লক্ষ্যভেদ করেন।
প্রতিপক্ষের টানা আক্রমণের ঝাঁপটা সামলে ১০ মিনিটের মধ্যে সমতায় ফেরে অতিথি দল। ব্রাহিম দিয়াসের শট গোলরক্ষক রুখে দেওয়ার পর ফিরতি বলে ঠিকানা খুঁজে নেন এমবাপ্পে। এই ফরাসি ফরোয়ার্ড ২৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলে দলকে এগিয়ে নেন। লুকাস ভাসকেসের কাট-ব্যাক বক্সে পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি ফরোয়ার্ড। রিয়ালের জার্সিতে অভিষেক মৌসুমে তার গোল হলো ৩১টি। যার ২০টি লা লিগায়।
প্রথমার্ধের বাকি সময়ে এবং দ্বিতীয়ার্ধে গোলরক্ষক থিবো কোর্তোয়ার দৃঢ়তায় ২-১ লিড ধরে রেখেই জয়ের স্বস্তি পায় মাদ্রিদ জায়ান্টরা। ২৮ খেলায় রিয়ালের সংগ্রহ সর্বোচ্চ ৬০ পয়েন্ট।
বিভি/এআই
মন্তব্য করুন: