• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই অভিষেক হতে চলেছে হামজার

প্রকাশিত: ১৩:৩১, ১৬ মার্চ ২০২৫

আপডেট: ১৩:৫৩, ১৬ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই অভিষেক হতে চলেছে হামজার

ছবি: হামজা দেওয়ান চৌধুরি

মাথা ভর্তি ঝাকড়া চুলের কারণেই হয়তো একটু আলাদাভাবেই সবার নজরে পড়েন। ফুটবল মাঠে নিজ দলের মিডফিল্ড সামলাতো ২৭ বসন্তে পা রাখা পাঁচ ফুট দশ ইঞ্চি উচ্চতার ছেলেটি। ডিফেন্সিভ মিড ফিল্ডার হিসেবে মাঠ মাতান তিনি। শেফিল্ড ইউনাইটেডের হয়ে ইংলিশ চ্যাম্পিয়নশিপে খেলেন বাংলাদেশি বংশদ্ভূত ফুটবলার হামজা দেওয়ান চৌধুরি।

যতোই ঘড়ির কাটা ঘুরছে, ততোই ঘনিয়ে আসছে হামজা চৌধুরির বাংলাদেশের হয়ে মাঠে নামার সময়। লাল-সবুজের জার্সিতে শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ২৫ মার্চ অভিষেক হবে হামজার। 

হামজার বাবার নাম দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী। মা রাফিয়া চৌধুরী। তাদের বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাটে। ছোটবেলায় এই দেশের আলো-বাতাস না পেলেও বেশ কয়েকবার বেড়াতে এসেছেন তিনি। ২০২২ সালের অক্টোবরে, লাল-সবুজের জার্সিতে খেলার আগ্রহের কথা জানিয়েছিলেন। এরপর কেটে গেছে তিনটি বছর। শেষ পর্যন্ত শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজ দেশের হয়ে অভিষেক হতে যাচ্ছে হামজা চৌধুরির।

ইংল্যান্ডের লাফবোরো শহরে হামজার জন্ম। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার ঝোঁক ছিলো। তাই তো ৫ বছর বয়সেই তাকে ভর্তি করা হয়েছিলো লাফবোরো ফুটবল ক্লাবে। লেস্টারের মূল দলে যোগ দেওয়ার আগে অধিনায়কত্ব করেছেন ক্লাবটির অনূর্ধ্ব-২৩ দলের। ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের জার্সিতে খেলেছেন ৭ টি ম্যাচও।

হামজা যুবক বয়সেই ইংল্যান্ডের বেশ কয়েকটি ক্লাবের অনসন্ধানী দলের নজরে পড়েছিলেন। সে তালিকায় ছিলো লেস্টার সিটি। শেষ পর্যন্ত তাকে লেস্টার সিটির একাডেমিতে ভর্তি করিয়েছিলেন হামজার বাবা। বয়স ১৮ বছর হওয়ার পর হামজার সঙ্গে চুক্তিবদ্ধ হয় লেস্টার। ২০০৫ থেকে টানা ১০ বছর হামজা খেলেন ক্লাবটির যুব দলে। এরপর ২০১৫ সালে মূল দলে খেলা শুরু করেন।

এখন পর্যন্ত লেস্টারের হয়ে দুটি শিরোপা জিতেছেন হামজা। ২০২১ সালে জিতেছেন ইংলিশ এফএ কাপ এবং ২০২২ সালে জিতেছেন ইংলিশ সুপার কাপ। বর্তমানে তিনি খেলছেন শেফিল্ড ইউনাইটেডের হয়ে।

বিভি/এআই

মন্তব্য করুন: