লা লিগায় ফের শীর্ষে বার্সেলোনা

ছবি: সংগৃহীত
অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে অবিশ্বাস এক জয়ে স্প্যানিশ লা লিগার শীর্ষে ফিরেছে বার্সেলোনা। রবিবার দুই গোলে পিছিয়ে পড়ার পর কাতালান জায়ান্টদের জয় ৪-২ ব্যবধানে। ফেররান তরেসের জোড়া লক্ষ্যভেদের সঙ্গে রবের্ত লেভান্দোভস্কি ও লামিনে ইয়ামালের একটি করে গোল।
এই মৌসুমে অ্যাতলেতিকোর বিপক্ষে আগের দুই সাক্ষাতে ঘরের মাঠে জিততে পারেনি বার্সা। গত ডিসেম্বের লা লিগায় ২-১ গোলে হারের পর গত মাসে কোপা দেল রে'র প্রথম লেগ সেমিফাইনাল ৪-৪ গোলে ড্র করে হ্যান্সি ফ্লিকের দল।
রবিবার (১৬ মার্চ) অ্যাতলেতিকোর মাঠে তৃতীয় দেখায় বল দখল ও আক্রমণে আধিপত্য নিয়েও ৪৫ মিনিটে পিছিয়ে পড়ে বার্সা। অ্যাতলেতিকোর হুলিয়ান আলভারেস গোল করে উল্লাসে ভাসান ওয়ান্দা মেত্রপলিতানো। ৭০ মিনিটে আলেক্সান্দার সর্লথ ব্যবধান বাড়িয়ে বার্সার বিপক্ষে টানা ছয় ম্যাচে গোল করার কীর্তিতে ক্রিশ্চিয়ানো রোনালদোকে স্পর্শ করেন।
এরপরই কাতালান জায়ান্টদের অবিশ্বাস্য প্রত্যাবর্তন। ৭২ মিনিটে লেভান্দোভস্কির ব্যবধান কমানোর ছয় মিনিটের মধ্যে তরেস দলকে সমতায় ফেরান। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তরুণ লামিনে ইয়ামাল বার্সাকে এগিয়ে দেন। ছয় মিনিট পর তরেস তার দ্বিতীয় গোলে জয়ে ফের অবদান রাখেন।
২৭ খেলায় ৬০ পয়েন্ট নিয়ে এক ম্যাচ বেশি খেলা রিয়াল মাদ্রিদের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকার সুবাদে শীর্ষে ফিরলো বার্সা। তিনে থাকা অ্যাতলেতিকোর ২৮ ম্যাচে ৫৬ পয়েন্ট।
বিভি/এআই
মন্তব্য করুন: