• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে বাংলাদেশ নারী দল

প্রকাশিত: ২০:৩৬, ১৯ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে বাংলাদেশ নারী দল

ছবি: সংগৃহীত

দ্বিতীয়বারের মতো ওয়ানডে নারী বিশ্বকাপে খেলা নিশ্চিত করলো বাংলাদেশ। মূলত রান রেটে এগিয়ে থাকায় ভাগ্য খুলে যায় বাংলাদেশের নারী ক্রিকেট দলের। অন্যদিকে, থাইল্যান্ডকে হারিয়েও বিশ্বকাপে উঠতে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ। থাইদের দেওয়া ১৬৭ রানের লক্ষ্য পেরোতে ১০ দশমিক ১ ওভারের মধ্যে ক্যারিবীয়দের জিততে হতো।

শনিবার (১৯ এপ্রিল) লাহোরে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৩০ রানে প্রথম উইকেট হারায় থাইল্যান্ড। ২১ রানে ফেরেন চানিদা এবং আর বোচাথাম আউট হন ২৯ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন নান্নাপাত।

নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ১৬৬ রানের সংগ্রহ দাঁড় করায় থাইল্যান্ড। জবাবে ২৯ বলে ৭০ রানের ঝড়ো ইনিংস খেলে অসম্ভব লক্ষ্যকে হাতে নিয়ে আসেন ম্যাথিউস। হেনরি করেন ১৭ বলে ৪৮ রান। তবে জয় আসে ১০ দশমিক ৫ ওভারে ৪ উইকেট হারিয়ে—যা যথেষ্ট ছিলো না বিশ্বকাপ নিশ্চিত করার জন্য।

অন্যদিকে, একই দিনে লাহোরে আগে ব্যাট করে পাকিস্তানকে ১৭৯ রানের লক্ষ্য দেয় লাল-সবুজের মেয়েরা। এর জবাবে ১০ ওভার ২ বল হাতে রেখেই ৭ উইকেটে জয় তুলে নেয় পাকিস্তান। তবে ম্যাচ হারলেও বাংলাদেশ রান রেটের ব্যবধানে বিশ্বকাপে জায়গা পেয়েছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2