• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বায়ার লেভারকুুজেন ছাড়ছেন জোনাথন টাহ 

প্রকাশিত: ১১:৫৪, ২২ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
বায়ার লেভারকুুজেন ছাড়ছেন জোনাথন টাহ 

ফাইল ছবি

স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনায় যাওয়ার গুঞ্জনের মাঝে বায়ার লেভারকুুজেন ছাড়ার ঘোষণা দিয়েছেন জার্মান ডিফেন্ডার জোনাথন টাহ। আগামী জুলাইয়ে জার্মান ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ২৯ বছর বয়সী এই ফুটবলারের।

চলতি মৌসুমের পর বায়ার লেভারকুজেনের জার্সিতে আর দেখা যাবে না জোনাথান টাহকে। ক্লাবটি ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন জার্মান এই ডিফেন্ডার। আগামী জুলাইয়ে লেভারকুজেনের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে তার। মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত আগেই নিয়েছেন জার্মান ফুটবলার। এরই মধ্যে ক্লাবকে সবকিছু জানিয়েও দিয়েছেন টাহ। তার বার্সেলোনার যাওয়ার গুঞ্জন রয়েছে। 

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন এক প্রতিবেদনে লিখেছে, চলমান আর্থিক সমস্যা সত্ত্বেও এই গ্রীষ্মে একজন সেন্টার-ব্যাককে দলে টানতে চায় স্প্যানিশ ক্লাবটি। টাহর সঙ্গে তাদের যোগাযোগ আছে বলেও খবর বেরিয়েছে। 

২০১৫ সালে লেভারকুজেনে যোগ দেন টাহ। এখন পর্যন্ত দলটির হয়ে ৩৯৮ ম্যাচ খেলে ১৭ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১৩টি। বুন্দেসলিগায় রবিবার সেন্ট পাউলির বিপক্ষে লেভারকুসেনের ১-১ গোলে ড্র করা ম্যাচের শেষে জার্মান সংবাদ মাধ্যম ‘কিকারকে’ ক্লাব ছাড়ায় বিষয়টি নিশ্চিত করেন টাহ। বলেন, ক্লাব ছাড়ার ব্যাপারে তার কোনো সময়সীমা নির্ধারণ করা নেই। তবে এটা সম্পর্কে ক্লাব জানে। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2