এশিয়া ও আফ্রিকা সফরে আসছে মেসি

এ বছরই এশিয়া ও আফ্রিকা সফরে আসছে আর্জেন্টিনা। আগামী অক্টোবর ও নভেম্বরে এশিয়া ও আফ্রিকার তিন দেশ সফর করবে বিশ্বচ্যাম্পিয়নরা। খেলবে চার ম্যাচ। দলটির সফরসূচিতে রয়েছে চীন, অ্যাঙ্গোলা ও কাতার। দলের সঙ্গে সফরে থাকবেন লিওনেল মেসিও।
বিশ্বকাপ বাছাইয়ে এবারো অপ্রতিরোধ্য আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট পেয়েছে আলবিসেলেস্তে। বাছাইপর্বে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের শেষ চার ম্যাচ জুন ও সেপ্টেম্বরে। প্রতিপক্ষে চিলি, কলম্বিয়া, ভেনেজুয়েলা ও ইকুয়েডর। বাছাইপর্বের ম্যাচ শেষ হলেও আগামী বছরের বিশ্বকাপের প্রস্তুতি চালু রাখতে চায় আর্জেন্টিনা। বিশ্বকাপ ধরে রাখার অভিযানে প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ মেসিদের কাছে।
তাই ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচগুলোর প্রতিপক্ষ ঠিক করে রাখার কাজ আগেভাগেই সেরে রাখছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। ব্যাক টু ব্যাক শিরোপা ধরে রাখার মিশনে যত সম্ভব ম্যাচ খেলার চেষ্টা করে যেতে চায় আলবিসেলেস্তে। এজন্য এ বছরই এশিয়া ও আফ্রিকা সফরে আসছে আর্জেন্টিনা।
অক্টোবরে ফিফা উইন্ডোতে চীন সফরে যাবে আর্জেন্টিনা। আয়োজক চীনসহ আরও একটি দেশের সঙ্গে ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। তবে, এখনো চূড়ান্ত হয়নি অন্য প্রতিপক্ষ দলের নাম।
এরপর নভেম্বরে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। ১১ নভেম্বর অ্যাঙ্গোলার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজন করা হবে এই ম্যাচ। চমৎকার এ আয়োজনের জন্য কদিন আগে আর্জেন্টিনা ফটুবল অ্যাসোসিয়েশন সভাপতি ক্লদিও তাপিয়া ও অ্যাঙ্গোলা ফুটবল ফেডারেশনের সভাপতি ফার্নান্দো আলভেস সিমোয়েসের মধ্যে একটি সভা হয়েছে। সেখানেই এ ম্যাচের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
দুই ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাপিয়া ও সিমোয়েসের মধ্যে আলোচনা ইতিবাচক হয়েছে। আগামী ১১ নভেম্বর স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি উৎসব করবে অ্যাঙ্গোলা। সেদিনই নিজেদের মাঠে আর্জেন্টিনার সঙ্গে খেলতে চায় তারা। তাতে সম্মতি জানিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। আর্জেন্টিনা দলের সঙ্গে মেসিও অ্যাঙ্গোলা সফরে যাবেন। গণমাধ্যমের খবর সভা চলাকালে মেসি নিজেও নাকি তাপিয়ার সঙ্গে ফোনে কথা বলে ২০০৬ সালে অ্যাঙ্গোলার বিপক্ষে খেলা একটি ম্যাচের স্মৃতিচারণ করেছেন।
অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচশেষে আর্জেন্টিনা যাবে কাতারে। সেখানে একটি ম্যাচ খেলবে তারা। তবে, এখনো ঠিক হয়নি প্রতিপক্ষ। ২০২২ সালে এই কাতারেই দীর্ঘ প্রতিক্ষরার পর আরাধ্য বিশ্বকাপ জয় করেছিলেন লিওনেল মেসি। আরো একবার তার হাত ধরে ২০২৬ সালে স্বপ্ন ছুঁতে চায় আর্জেন্টিনা।
বিভি/টিটি
মন্তব্য করুন: