• NEWS PORTAL

  • বুধবার, ১৪ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পাকিস্তান-বাংলাদেশ সিরিজ কবে, নতুন সম্ভাব্য সূচি প্রকাশ

প্রকাশিত: ১৭:৩৩, ১৩ মে ২০২৫

ফন্ট সাইজ
পাকিস্তান-বাংলাদেশ সিরিজ কবে, নতুন সম্ভাব্য সূচি প্রকাশ

পাকিস্তান-ভারত উত্তেজনায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত করা হলে শঙ্কা দেখা দেয় বাংলাদেশের পাকিস্তান সফর নিয়েও। উত্তেজনা কিছুটা কমায় পাকিস্তান সফরে যেতে রাজি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সম্ভাব্য সময়সূচি ২৭ মে থেকে ৫ জুন পর্যন্ত।

পূর্বঘোষিত সূচি অনুযায়ী, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা ছিল ২৫ মে। কিন্তু একই দিনে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় এই সিরিজের শুরু পিছিয়ে যেতে পারে দুই থেকে তিন দিন। সম্ভাব্য নতুন তারিখ ২৭ অথবা ২৮ মে।

পাকিস্তানের একাধিক গণমাধ্যম জানিয়েছে, ভারত-পাকিস্তান সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের জেরে স্থগিত হওয়া পিএসএলের নতুন সূচি অনুযায়ী ফাইনাল নির্ধারিত হয়েছে ২৫ মে। ফলে একই দিনে দুই বড় ম্যাচ আয়োজন করা সম্ভব না হওয়ায় বাংলাদেশ সিরিজ পিছিয়ে দিতে হচ্ছে। এ নিয়ে পিসিবি ও বিসিবির মধ্যে আলোচনা চলছে।

তবে স্বস্তির খবর হলো, সূচি পেছানো হলেও সিরিজের দৈর্ঘ্য বা ম্যাচসংখ্যায় কোনো কাটছাঁট হচ্ছে না। পূর্ব পরিকল্পনা অনুযায়ী পাঁচটি টি-টোয়েন্টিই অনুষ্ঠিত হবে। শুধু তাই নয়, নতুন করে বদল আসছে ভেন্যুতেও। শুরুতে যেখানে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়াম ও লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে ধরা হয়েছিল, এখন সব ম্যাচ একটি ভেন্যুতেই আয়োজনের চিন্তা করছে পিসিবি—যাতে নিরাপত্তা ও লজিস্টিক ইস্যুগুলো সহজে সামলানো যায়।
 

বিভি/টিটি

মন্তব্য করুন: