১৭ মে মাঠে ফিরছে আইপিএল, ৩ জুন ফাইনাল

স্থগিত হওয়া আইপিএল পুনরায় শুরুর দিনক্ষণ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই। আগামী শনিবার (১৭ মে) আবার মাঠে গড়াবে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। সোমবার রাতে এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে।
ভারত ও পাকিস্তানের সংঘাতের কারণে গত শুক্রবার এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছিলো আইপিএল। আগের রাতে ধর্মশালায় হঠাৎ ফ্লাডলাইড নিভে যাওয়ার পর নিরাপত্তা শঙ্কায় ম্যাচের মাঝপথে বাতিল হয়ে যায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। ওই ম্যাচ দিয়ে স্থগিত হওয়া আইপিএল সিজন এইটটিন মাঠে ফিরবে আগামী শনিবার। ওই দিন ব্যাঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে।
প্রথম পর্বের ১৩টিসহ মোট ১৭টি ম্যাচ বাকি আছে। ম্যাচগুলো হবে ছয়টি ভেন্যুতে। ব্যাঙ্গালুরু ছাড়া অন্য পাঁচটি ভেন্যু জয়পুর, দিল্লি, লখনৌ, মুম্বাই ও আহমেদাবাদ। স্থগিত হওয়া পাঞ্জাব-দিল্লি ম্যাচটি হবে ২৪ মে জয়পুরে। প্রথম পর্বের শেষ ম্যাচ হবে ২৭ মে লখনৌ-এ। লড়বে লখনৌ সুপার জায়ান্টস ও ব্যাঙ্গালুরু। ২৯ মে হবে প্রথম কোয়ালিফায়ার।
পরদিন এলিমিনেটর ম্যাচ, ১ জুন দ্বিতীয় কোয়ালিফায়ার মাঠে গড়াবে। টুর্নামেন্টের ফাইনাল হবে ৩ জুন। ফাইনাল এবং প্লে-অফের ভেন্যু এখনও জানানো হয়নি। আগের সূচিতে ২৫ মে কলকাতার ইডেন গার্ডেন্সে হওয়ার কথা ছিল ফাইনাল।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: