অবসর ঘোষণার পরই আনুষ্কাকে নিয়ে বৃন্দাবনে গেলেন কোহলি

ছবি: সংগৃহীত
অবসর নিয়েই মঙ্গলবার (১৩ মে) বৃন্দাবনে গেলেন বিরাট কোহলি। এই সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী আনুষ্কা শর্মা এবং দুই সন্তান। কোহলি তার পরিবার নিয়ে এই দিন প্রেমানন্দ গোবিন্দ শরণ মহারাজের আশ্রমে যান।
কোহলি এবং তার পরিবারকে মাঝে মধ্যেই বৃন্দাবনে দেখা যায়। এর আগেও বিভিন্ন ধর্মস্থানে তাদের দেখা গিয়েছে। কোহলি সাদা পোশাক ও মুখে মাস্ক দেওয়া ছিলো। আনুষ্কার মুখেও ছিলো মাস্ক। একটি সাদা রঙের গাড়ি করে বৃন্দাবনে আসেন তারা।
কোহলি ও আনুষ্কা আশ্রমে এসে প্রেমানন্দ মহারাজের উপদেশ শোনেন। উপদেশ শোনার সেই সময় আনুষ্কার চোখে পানিও দেখা যায়। সেখানে কোহলিকে প্রশ্ন করেন প্রেমানন্দ মহারাজ। তিনি জিজ্ঞেস করেন কোহলি খুশি কি না? উত্তরে কোহলি বলেন, ‘হ্যাঁ’।
চলতি বছরের জানুয়ারিতেও বৃন্দাবনে গিয়েছিলেন কোহলিরা। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ শেষ করে দেশে ফেরার পর সেখানে গিয়েছিলেন তারা। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আরও এক বার বৃন্দাবনে গেলেন ভারতের এই ব্যাটার।
আইপিএল আবার শুরু হবে ১৭ মে থেকে। সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে দেখা যাবে কোহলিকে। ২০১১ সালে টেস্ট অভিষেক হয় কোহলির। ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয় কোহলিকে। ১২৩টি টেস্ট খেলে ৪৬.৮৫ গড়ে ৯ হাজার ২৩০ রান করেছেন তিনি। ৩০টি সেঞ্চুরি ও ৩১টি অর্ধশতক রয়েছে কোহলির দখলে। এর আগে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন, এবার টেস্ট ক্রিকেটও ছাড়লেন বিরাট কোহলি।
বিভি/এআই
মন্তব্য করুন: