কত পারিশ্রমিক পাবেন ব্রাজিলের নতুন কোচ আনচেলোত্তি?

ফাইল ছবি
গুজব-গুঞ্জনের পর্ব শেষ করে কার্লো আনচেলোত্তিই হাল ধরছেন ব্রাজিল দলের। নতুন ভূমিকায় এই হাই-প্রোফাইলড ইতালিয়ান কোচের আনুষ্ঠানিক পথচলা শুরু হবে আগামী ২৬ মে। ব্রাজিলের ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া কোচ হতে চলেছেন ৬৫ বছরের আনচেলোত্তি।
ব্রাজিলিয়ান গণমাধ্যম ‘গ্লোব’ মঙ্গলবার (১৩ মে) জানিয়েছে, আনচেলোত্তিকে বছরে ১০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক দেবে ব্রাজিল ফুটবল ফেডারেশন, সিবিএফ। যা আগের দুই কোচ তিতে ও দরিভার জুনিয়রের পাওয়া পারিশ্রমিকের দ্বিগুণ। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে সর্বশেষ এই পারিশ্রমিকই পেতেন আনচেলোত্তি। ‘গ্লোব’ আরও জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপের শেষ পর্যন্ত আপাতত দায়িত্ব পালন করবেন এই ইতালিয়ান।
চুক্তির শর্ত অনুযায়ী, ব্রাজিল বিশ্বকাপ জিতলে বোনাস হিসেবে ৫ মিলিয়ন ইউরো পাবেন আনচেলোত্তি। বেতন-বোনাসের বাইরেও উপরি পাওনা আছে তার জন্য। রিও ডি জেনিরোয় যে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকবেন, তার পুরো অর্থ বহন করবে সিবিএফ। বিদেশ ভ্রমণের জন্য পাবেন একটি প্রাইভেট জেট। পাবেন একটি করে আন্তর্জাতিক স্বাস্থ্য বিমা ও জীবন বিমাও। ব্রাজিল দলের কোচ হিসেবে আনচেলোত্তি প্রথম প্রকাশ্যে আসবেন ২৬ মে। সেদিনই সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন। এরপর পেরু ও ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের জন্য দল ঘোষণা করবেন ক্লাব ফুটবলে দারুণ সফল এই কোচ।
বিভি/এসজি
মন্তব্য করুন: