আরব আমিরাত গেলো টাইগাররা, খেলবে দুই টি-টোয়েন্টি

টি-টোয়েন্টি সিরিজ খেলতে আরব আমিরাতে গেলো টাইগাররা। দুই ধাপে দেশ ছাড়ে লিটন দাসের দল। আগামী ১৭ ও ১৯ মে শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। পাকিস্তান সফরের আগে ম্যাচ দুটি টাইগারদের জন্য বড় প্রস্তুতি।
সিরিজ খেলতে বুধবার (১৪ মে) সকালে ও বিকালে দুটি বহরে আরব আমিরাতে যায় বাংলাদেশ দল। টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, শরিফুল, সৌম্য সরকার, মুস্তাফিজ ও সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন যান বিকালের বহরে।
তার আগে গতকাল সকালের ফ্লাইটে ঢাকা ছাড়েন ক্রিকেটার ও কোচিং স্টাফসহ মোট ১৭ জন। এদের মধ্যে ছিলেন শামীম, অনিক, রিশাদ, মেহেদী, তানভীর, ইমন, তানজিদ সহ দশ ক্রিকেটার। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলে ২০ মে দেশে ফিরবে বাংলাদেশ দল।
এরপরই পাকিস্তান সফরে যাওয়ার কথা তাদের। আগের নির্ধারিত সূচি বদলে পরবর্তিত সূচিতে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বিসিবিকে প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রাথমিক সূচি অনুযায়ী ২৭ মে, ২৯ মে ও পহেলা জুন প্রথম তিনটি ম্যাচ হবে ফয়সালাবাদে, ৩ ও ৫ জুন বাকি দুটি ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
তবে, ভারত-পাকিস্তান যুদ্ধ পরবর্তী অবস্থার কারণে সিরিজটি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পাকিস্তানে যাওয়া ও না যাওয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: