২৮-০ গোলে সাবিনাদের দারুণ জয়

ভুটানের উইমেনস লিগে বাংলাদেশের সাবিনা খাতুন ও মনিকা চাকমা চমক দেখালেন। গোলবন্যা বইয়ে দিলেন বাংলাদেশের এই দুজন ফুটবলার। পাশাপাশি মাতসুশিমা সুমাইয়াও হ্যাটট্রিক করেছেন। ভুটানের লিগে সাবিনাদের দল পারো এফসি ২৮-০ ব্যবধানে জয় পেয়েছে! যেখানে বাংলাদেশের সাবিনা ৯ গোল, মনিকা ৭ গোল, সুমাইয়া ৫ গোল এবং ঋতুপর্ণা ৪ গোল করেছেন। অর্থাৎ বাংলাদেশের খেলোয়াড়দের পা থেকেই আসে ২৫ গোল।
ম্যাচ শুরু হওয়ার অষ্টম মিনিটে সতীর্থের থ্রু পাস থেকে বল জালে পাঠান সাবিনা।এরপর ম্যাচের ২৬ মিনিটে স্যামতসের জালে দ্বিতীয়বার বল পাঠান তিনি।১৯তম মিনিটে গোলের খাতা খোলেন মনিকা। এরপর ২৮ ও ৩৮তম মিনিটের গোলে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। আর ৩১তম মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন সাবিনা।
৩৬তম মিনিটে গোল করেন মাতসুশিমা সুমাইয়া। এরপর ৩৮ ও ৫২তম মিনিটের গোলে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। পরে করেন আরও দুই গোল।
বিরতির পর খেলা শুরু হলে ৬৩তম মিনিটে ডাবল হ্যাটট্রিক পূর্ণ করেন। পরে আরও তিনবার প্রতিপক্ষের জালে বল পাঠান সাফজয়ী অধিনায়ক সাবিনা।ঋতুপর্ণা গোল করেন বিরতির পর। ৫৩তম মিনিটে প্রথম গোল দিয়ে ৬৪তম মিনিটে দ্বিতীয় গোল করেন। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করার পর ৭৩তম মিনিটে ডাবল হ্যাটট্রিক পূরণ করেন বাংলাদেশি মিডফিল্ডার মনিকা। পরে আরও একবার জালের দেখা পান তিনি। ৭৭তম মিনিটে হ্যাটট্রিক পূরণের পর ৮১তম মিনিটে নিজের চতুর্থ গোলটি করেন এই ফরোয়ার্ড।
ভুটান নারী লিগে বাংলাদেশের ১০ ফুটবলার তিন ক্লাবে খেলছেন। ট্রান্সপোর্ট ইউনাইটেডে রুপ্না ও মাসুরা খেলছেন। থিম্পু এফসিতে খেলছেন সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার। এই দুই ক্লাবই নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে।
বিভি/টিটি
মন্তব্য করুন: