• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

টাইগারদের হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস আমিরাতের

প্রকাশিত: ০৮:৩৩, ২২ মে ২০২৫

আপডেট: ০৮:৩৩, ২২ মে ২০২৫

ফন্ট সাইজ
টাইগারদের হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস আমিরাতের

সংযুক্ত আরব আমিরাতের কাছে তৃতীয় টি-টোয়েন্টিতেও হারলো বাংলাদেশ। ২-১’এ সিরিজ জিতলো স্বাগতিকরা। শারজায় বুধবার (২১ মে) রাতে ৭ উইকেটে জয় পায় আমিরাত। টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে এটাই তাদের প্রথম সিরিজ জয়। 

শারজা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ১৯১ করে ২৭ রানের জয় পেলেও দ্বিতীয় ম্যাচে টাইগারদের ২০৫ রান দুই উইকেট হাতে রেখে টপকে যায় আমিরাত। বুধবার রাতে তৃতীয় টি-টোয়েন্টিতে গড়বড়ে ক্যাটিংয়ে ৯ উইকেটে ১৬২ করতে সমর্থ হয় লিটন দাসের দল। চরম ব্যাটিং ব্যর্থতায় ৮৪ রানে ৮ উইকেট হারায় সফরকারীরা। তানজিদ তামিম ৪০, অধিনায়ক লিটন ১৪ করেন। নবম উইকেটে জাকের আলি ও হাসান মাহমুদের জুটিতে একশ'র নিচে অলআউটের শঙ্কা থেকে রক্ষা পায় বাংলাদেশ। জাকের ৪১ করেন। হাসান অপরাজিত থাকেন ২৬ রানে। হায়দার আলি নেন তিন উইকেট।

১৬৩ রানের টার্গেটে দলীয় ১৪'তে ফিরে যান ওপেনার ও অধিনায়ক ওয়াসিম। তবে, জোহাইব ও আলিশান শারাফুর ব্যাটিংয়ে রানের গতি বাড়তে থাকে আমিরাতের। জোহাইব ২৯ করে বিদায় নেন। এক প্রান্তে ফিফটি পূর্ণ করেন শারাফু। তার সাথে আসিফ খানের অবিচ্ছিন্ন জুটিতে নিশ্চিত হয় বাংলাদেশের হার। শারাফু ৬৮, আসিফ ৪১ রানে অপরাজিত থাকেন। তিন উইকেট হারিয়ে ৫ বল হাতে রেখেই জয়ের লক্ষে পৌঁছায় স্বাগতিকরা। প্রথমবার বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়লো আমিরাত।  

বিভি/পিএইচ

মন্তব্য করুন: