প্রস্তুতি হলেও আমিরাতের বিপক্ষে আজ মান বাঁচানোর ম্যাচ

ছবি: দুই অধিনায়ক
প্রস্তুতির সিরিজেও এখন ‘ফাইনাল’ খেলতে হচ্ছে বাংলাদেশকে। সেটি আবার টি-টোয়েন্টি র্যাংকিংয়ের ১৫তম দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। শারজায় বুধবার (২১ মে) বাংলাদেশ সময় রাত নয়টায় মাঠে গড়াবে দুই দলের সিরিজ নির্ধারনী তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি।
টাইগারদের জন্য শারজায় দুই ম্যাচের ‘আমিরাত’ সিরিজটা ছিলো এক ধরনের গা গরমের উপলক্ষ। তাই পাকিস্তানে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার আগে 'আমিরাত' সিরিজটাকে তিন টোয়েন্টিতে টেনে নেওয়ার প্রস্তাব দেয় বিসিসি। আমিরাত বোর্ডও রাজি হয়ে যায়। যার শেষটি আজ।
তবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ম্যাচটিকে আর কোনোভাবেই পাকিস্তান সিরিজের প্রস্তুতি ভাবার উপায় নেই। পরশু দ্বিতীয় টি–টোয়েন্টিতে ২০৫ রান করেও দুই উইকেটে হেরে বাংলাদেশ এই শেষ ম্যাচটাকে ‘ফাইনাল’-এর মর্যাদা দিয়ে দিয়েছে। যে সিরিজ হেসেখেলে জিতে পাকিস্তানে যাওয়ার কথা ছিলো, এখন সেই সিরিজেই লিটন দাসের দল কঠিন পরীক্ষার মুখে।
প্রথম ম্যাচে পারভেজ হোসেনের সেঞ্চুরির পর মোস্তাফিজুর রহমানের দুটি কার্যকর ওভার আমিরাতকে বাংলাদেশের ১৯১ রান তাড়া করে জিততে দেয়নি। কিন্তু পরের ম্যাচে ২০৫ রান তাড়া করেও তাদের জিতে যাওয়া বাংলাদেশকে দিচ্ছে অশনিসংকেত। ঘরের মাঠে মোহাম্মদ ওয়াসিমদের ভয় ধরিয়ে দেওয়া ব্যাটিং–সামর্থ্যই শঙ্কার বড় কারণ।
বিভি/এমআর
মন্তব্য করুন: