• NEWS PORTAL

  • বুধবার, ২১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাংলাদেশের বিপক্ষে আমিরাতের ঐতিহাসিক জয়

প্রকাশিত: ০৯:৪৯, ২০ মে ২০২৫

ফন্ট সাইজ
বাংলাদেশের বিপক্ষে আমিরাতের ঐতিহাসিক জয়

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হেরেই গেলো বাংলাদেশ। শারজায় সোমবার (১৯ মে) রাতে টাইগারদের ৫ উইকেটে করা ২০৫ রান এক বল আগে দুই উইকেট হাতে রেখে টপকে যায় স্বাগতিকরা। টেস্ট খেলুড়ে বাংলাদেশের বিপক্ষে এটাই আমিরাতের প্রথম জয়। 

শনিবার প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন পারভেজ হোসেন। অন্যদের ব্যাটিং ব্যর্থতার পরেও বাংলাদেশ ৭ উইকেটে ১৯১ তুলে ২৭ রানের জয় পেয়েছিলো। দ্বিতীয় ম্যাচে তানজিদ হাসান ও অধিনায়ক লিটন দাস উদ্বোধনী জুটিতে ৫৫ বলে ৯০ রান জড়ো করেন। তানজিদ ৩৩ বলে ৫৯, লিটন ৩২ বলে ৪০ করে ফেরার পর নাজমুল শান্ত ১৯ বলে ২৭, হৃদয় ২৪ বলে ৪৫ ও জাকের আলি ৬ বলে ১৮ রান করে আউট হন। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান করে টাইগাররা। 

প্রথম ম্যাচে ১৬৪ রানে অলআউট হওয়া আমিরাত মোহাম্মদ জোহাইব ও মোহাম্মদ ওয়াসিমের ওপেনিং জুটিতে ৬১ বলে ১০৭ রান পায়। জোহাইব ৩৪ বলে ৩৮ করে ফেরার পর ওয়াসিমের ৪২ বলে ৮২ রানে ম্যাচের উত্তেজনা পৌঁছায় শেষ ওভারে। আগের ওভারে শরিফুল ইসলাম উইকেট নিলেও দিয়ে ফেলেন ১৭ রান। শেষ ওভারে আমিরাতের তিন উইকেট হাতে নিয়ে দরকার পড়ে ১২ রান। ওয়াইড দিয়ে ওভার শুরু করা তানজিম হাসান তৃতীয় বলে উইকেট নিয়ে পঞ্চম বলটি ‘নো’ করেন। পরের বলে দৌড়ে দুই রান নিয়ে লক্ষ্যে পৌঁছান হায়দার আলি। শরিফুল, নাহিদ রানা ও রিশাদ হোসেন দুটি করে উইকেট পান। একই মাঠে বুধবার হবে সিরিজ নির্ধারনী তৃতীয় ম্যাচ। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2