• NEWS PORTAL

  • বুধবার, ২১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভক্তের হাতে প্ল্যাকার্ড ‘বাংলাদেশ বিশ্বকাপ না জেতা পর্যন্ত বিয়ে করব না’

প্রকাশিত: ১৯:১৬, ২০ মে ২০২৫

আপডেট: ১৯:১৬, ২০ মে ২০২৫

ফন্ট সাইজ
ভক্তের হাতে প্ল্যাকার্ড ‘বাংলাদেশ বিশ্বকাপ না জেতা পর্যন্ত বিয়ে করব না’

মাঠে খেলছে বাংলাদেশ। আর গ্যালারিতে ভক্তরা উচ্ছ্বসিত থাকে এটাই স্বাভাবিক। কিন্তু এবার দেখা মিললো এক পাগলা ভক্তের। যিনি বাংলাদেশ বিশ্বকাপ না জেতা পর্যন্ত বিয়ে করবেন না বলে পণ করে বসে আছেন।

গতকাল শারজায় দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে ৩ ম্যাচের টি-২০ সিরিজে ১–১-এ সমতায় ফিরেছে সংযুক্ত আরব আমিরাত। টাইগারদের দেওয়া ২০৬ রানের টার্গেট ১ বল হাতে রেখেই টপকে যায় স্বাগতিকরা। ওই ম্যাচে বাংলাদেশের জার্সি গায়ে গ্যালারিতে বসে ওই প্ল্যাকার্ডটি উঁচিয়ে ধরেন ওই ভক্ত।

প্ল্যাকার্ডটিতে ইংরেজি ভাষায় লেখা ছিল- আই উইল নট গেট ম্যারিড আনটিল বাংলাদেশ উইন এ ওয়ার্ল্ড কাপ। অর্থাৎ  ‘বাংলাদেশ বিশ্বকাপ না জেতা পর্যন্ত আমি বিয়ে করব না’।

এদিকে বাংলাদেশ দলের যে পারফর্ম্যান্স, তাতে করে এই যুবক তার এই প্রতিজ্ঞা ঠিক কতদিন রাখবেন তা নিয়ে রয়েছে সংশয়। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2