• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

দ্বিতীয় ইনিংসেও ফিফটি শান্তর, বড় লিডের চেষ্টা বাংলাদেশের

প্রকাশিত: ১৮:২৮, ২০ জুন ২০২৫

ফন্ট সাইজ
দ্বিতীয় ইনিংসেও ফিফটি শান্তর, বড় লিডের চেষ্টা বাংলাদেশের

শ্রীলঙ্কা সফরে গল টেস্টে দ্বিতীয় ইনিংসে স্কোর বড় করার চেষ্টা করছে বাংলাদেশ। চতুর্থ দিন শেষে সফরকারীরা এগিয়ে রয়েছে ১৮৭ রানে। প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৯৫ রানের জবাবে ৪৮৫ রান তোলে লংকানরা। 

প্রথম ইনিংসে ৪৯৫ রান করা বাংলাদেশ ম্যাচের চতুর্থ দিনে দ্বিতীয় সেশনে সুযোগ পায় দ্বিতীয় দফায় ব্যাটিং করার। ১০ রানের লিড নিয়ে ইনিংস ওপেন করতে নামেন যথারীতি সাদমান ইসলাম ও আনামুল হক বিজয়। প্রথম ইনিংসে সুবিধা করতে না পারা দুই ওপেনার সতর্কতার সঙ্গে ব্যাটিং ওপেন করেন। 

এদিনও হেসেছে শান্তর ব্যাট। ১১৩ বলে ৫৬ রানে ক্রিজে আছেন। ২২ রানে অপরাজিত থাকা মুশফিককে নিয়ে শুরু করবেন পঞ্চম দিনের খেলা। এর আগে ওপেনার সাদমান ইসলাম দেখে শুনে খেলে ১২৬ বলে ৭৬ রান করেন।

প্রথম ইনিংসে ৪ রান করে আউট হওয়ার আরেক ওপেনার বিজয় আজ রানের খাতা খুলতে পারেননি। আগের ইনিংসে ২৯ রান করা মুমিনুল হক আজ ফিরে যান ৪০ রান করে।

এর আগে সকালে আগের দিনের চার উইকেটে ৩৬৮ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে লাঞ্চের পর ৪৮৫-তে অলআউট হয়। দলের পক্ষে ওপেনার পাথুম নিসাঙ্কা সর্বোচ্চ ১৮৭ রান করেন। দুটি ফিফটি আসে দিনেশ চান্দিমাল ও কামিন্দু মেন্ডিসের ব্যাট থেকে। 

চান্দিমাল ৫৪, কামিন্দু ৮৭ রান করেন। মেহেদি হাসান মিরাজের অসুস্থতায় একাদশে সুযোগ পাওয়া অফ স্পিনার নাইম হাসান পাঁচ উইকেট নিয়ে সেরা সাফল্য পান। রান দেন ১২১। পেসার হাসান মাহমুদ ৭৪ রান দিয়ে তিন উইকেট পান। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2