ইস রাই লের হামলায় প্রাণ গেছে ফিলিস্তিনের ৭৮৫ ক্রীড়াবিদের

টানা দুই বছর ধরে ফিলিস্তিনে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরাইল। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত ফিলিস্তিনের অন্তত ৭৮৫ জন ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তা প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)।
নিহতদের বেশিরভাগই গাজা উপত্যকার বাসিন্দা, তবে পশ্চিম তীরেও প্রাণ হারিয়েছে অন্তত ২৩ জনের। তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদলুকে এই তথ্য নিশ্চিত করেছেন পিএফএর সহ-সভাপতি সুসান শালাবি।
তিনি জানান, নিহতদের মধ্যে ৪৩৭ জনই ফুটবলার। এদের মধ্যে পশ্চিম তীর থেকে ছিলেন ১৫ জন।
নিবন্ধিত খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মীদের তথ্য ব্যবহার করে এবং গাজার আঞ্চলিক দফতর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই হিসাব তৈরি করা হয়েছে বলে জানানো হয়।
তবে শালাবি সতর্ক করে বলেন, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক নিখোঁজ থাকায় নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। পাশাপাশি অবরোধ ও অব্যাহত বিমান হামলার কারণে অনেক এলাকায় পৌঁছানোও অসম্ভব হয়ে গেছে।
শুধু প্রাণহানিই নয়, ইসরাইলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের ক্রীড়া অবকাঠামো অংশ ধ্বংস হয়ে গেছে।
শালাবির ভাষায়, অন্তত ২৮৮টি ক্রীড়া প্রতিষ্ঠান সম্পূর্ণ বা আংশিকভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে স্টেডিয়াম, জিমনেসিয়াম ও ক্লাব ভবন। ধ্বংসপ্রাপ্ত স্থাপনাগুলোর ২১টি অবস্থিত পশ্চিম তীরে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত গাজায় ইসরাইলি হামলায় নিহত হয়েছে অন্তত ৫৬ হাজার ফিলিস্তিনি।
বিভি/এজেড
মন্তব্য করুন: