• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

র‌্যাঙ্কিংয়ে উপরে ওঠার সুযোগ বাংলাদেশের সামনে

প্রকাশিত: ২০:৩৮, ১ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
র‌্যাঙ্কিংয়ে উপরে ওঠার সুযোগ বাংলাদেশের সামনে

ওয়ানডে সিরিজের ট্রফি হাতে দুই অধিনায়কের ফটোসেশন।

আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে ৭৬ রেটিং নিয়ে বর্তমানে দশম স্থানে আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে দশম থেকে নবম স্থানে ওঠার ভালো সুযোগ আছে টাইগারদের সামনে। 

আগামীকাল থেকে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজে মাত্র ১টি জয় পেলেই র‌্যাংকিংয়ে নবম স্থানে উঠবে বাংলাদেশ। তখন ওয়েস্ট ইন্ডিজের সমান ৭৭ রেটিং হলেও ভগ্নাংশের হিসেবে এগিয়ে থাকায় নবম স্থান নিশ্চিত হবে টাইগারদের। নবম থেকে দশম স্থানে নেমে যেতে হবে ওয়েস্ট ইন্ডিজকে।

শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করলেও নবম স্থানের উপরে উঠতে পারবে না বাংলাদেশ। ৭ রেটিং বেড়ে যাওয়ায় ৮৩ রেটিং নিয়ে নবম স্থানেই থাকবে টাইগাররা। 

শ্রীলংকার কাছে হোয়াইটওয়াশ হলে ২ রেটিং হারাবে বাংলাদেশ। তখন ৭৪ রেটিং নিয়ে দশম স্থানেই থাকবে টাইগাররা। 

বর্তমানে ১০৪ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ের চতুর্থ স্থানে আছে শ্রীলংকা। বাংলাদেশের কাছে সিরিজ বা মাত্র ১ ম্যাচ হারলে পঞ্চম স্থানে নেমে যেতে হবে তাদের। চতুর্থ স্থান ধরে রাখতে হলে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে হবে শ্রীলংকাকে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2