• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ভিন্ন তিনটি মাইলফলকের সামনে মিরাজ, শান্ত ও হৃদয়

প্রকাশিত: ২১:৩১, ১ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ভিন্ন তিনটি মাইলফলকের সামনে মিরাজ, শান্ত ও হৃদয়

ভিন্ন তিনটি মাইলফলকের সামনে মিরাজ, শান্ত ও হৃদয়

টেস্ট সিরিজ খোয়ানোর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচের আগে ভিন্ন ভিন্ন তিনটি মাইলফলকের সামনে রয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার- মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়।

এই ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে ওয়ানডে অধিনায়কের দায়িত্বভার গ্রহণ করবেন মেহেদি হাসান মিরাজ। আর ওয়ানডে ক্রিকেটে ৫০তম ম্যাচ খেলার দ্বারপ্রান্তে বাংলাদেশ ব্যাটার ও সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওয়ানডেতে  ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে ১৬ রান দূরে তাওহিদ হৃদয়ের।
 
আগামীকাল কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামলেই ৫০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন শান্ত। 

শান্তর আগে বাংলাদেশের হয়ে ৩১জন ক্রিকেটার ৫০ বা তার বেশি ওয়ানডে খেলেছেন। দেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি ২৭৪ ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। গত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসর নেন মুশফিক। 

২০১৮ সালের সেপ্টেম্বরে আবু ধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ওয়ানডে অভিষেক হয় শান্তর। এরপর ধীরে-ধীরে জাতীয় দলের ব্যাটিং লাইন আপে গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেন তিনি। 

৪৮ ইনিংসে ব্যাট করে ৩ সেঞ্চুরি ও ১০ হাফ-সেঞ্চুরিতে ৩৪ দশমিক ৭৭ গড়ে ১,৫৬৫ রান করেছেন শান্ত। ওয়ানডে ক্যারিয়ারে আয়ারল্যান্ড-আফগানিস্তান ও শ্রীলংকার বিপক্ষে সেঞ্চুরি করেছেন শান্ত। 

আগামীকাল কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১৬ রান করলেই ৫০ ওভারের ক্রিকেটে ১ হাজার রান পূর্ণ করবেন হৃদয়। 

হৃদয়ের আগে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ২৪জন ক্রিকেটার ১ হাজার বা তার বেশি রান করেছেন। সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে আছেন বাঁ-হাতি ওপেনার তামিম ইকবাল। ২৪৩ ম্যাচে ১৪ সেঞ্চুরি ও ৫৬ হাফ-সেঞ্চুরিতে ৮,৩৫৭ রান করেছেন তিনি। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2