• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বাংলাদেশ-শ্রীলংকা ওয়ানডে সিরিজ: মিরাজের নতুন পথচলা শুরু আজ

প্রকাশিত: ১০:৫৮, ২ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
বাংলাদেশ-শ্রীলংকা ওয়ানডে সিরিজ: মিরাজের নতুন পথচলা শুরু আজ

ছবি: দুই অধিনায়ক

বাংলাদেশ-শ্রীলংকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াচ্ছে আজ বুধবার (২ জুলাই)। টেস্ট সিরিজে ১-০তে হেরে ওয়ানডেতে সাফল্যের পথ খুঁজছে টাইগাররা। এই ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে ওয়ানডে অধিনায়ক হিসেবে পথচলা শুরু হচ্ছে মেহেদি হাসান মিরাজের। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল তিনটায় শুরু হবে সিরিজের প্রথম ম্যাচটি।

বাংলাদেশের প্রিয় ফরমেট ওয়ানডে। অথচ ৫০ ওভারের ক্রিকেটেই দীর্ঘদিন জয় নেই টাইগারদের। ফেব্রুয়ারীতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়েছে ভরাডুবি। তার আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হোয়াইটওয়াশ ও আফগানিস্তানের কাছে হেরেছে ২-১এ। ২০২৪ এর  মার্চে চট্টগ্রামে সিরিজ জয়ের স্বাদ পেয়েছিলো শ্রীলংকার বিপক্ষে। ব্যার্থতার চক্র পূরণ করে আবারো শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ। 

পারফরমেন্সে পরিবর্তন না এলেও বদলে গেছে জাতীয় দলের অনেক পরিচিত মুখ।  সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহদের যুগ শেষ। এবার নতুন অধিনায়ক, নতুন আশা। মেহেদি মিরাজে টিম ম্যানেজমেন্টের ভরসা। ফিরেছেন তাসকিন-মুস্তাফিজ।
 
টেস্টের ব্যর্থতার পর ব্যাটিং লাইনআপ ঠিক করতে গলদঘর্ম টিম মেনেজমেন্ট। শ্রীলংকার আবার উল্টো চিত্র। ঘরের মাঠে খেলা। ওয়ানডেতে মাঠে নামছে টেস্ট সিরিজের জয়ের সুখস্মৃতি নিয়ে। অনেকটাই ফুরফুরে মেজাজে লংকান ক্যাপ্টেন।

দুই দলের হেড টু হেডে যোজন যোজন এগিয়ে লংকানরা। ৫৭ ম্যাচে টাইগারদের ১২ জয়ের বিপরিতে সিংহলদের জয় ৪৩ ম্যাচে।আর শ্রীলংকার মাটিতে ২৪ ম্যাচে ২২টিতেই হেরেছে বাংলাদেশ, জয় মাত্র দুই ম্যাচে। 
 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2