আগস্টে আসবে না ভারতীয় ক্রিকেট দল, সায় নেই দিল্লির: বিবিসি বাংলা

ফাইল ছবি
আগামী মাসের দ্বিতীয়ার্ধে ভারতের জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে যাওয়ার কথা থাকলেও ভারতীয় ক্রিকেট বোর্ড এই সফরের জন্য এখনো কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পায়নি। ফলে এই সিরিজটি নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বুধবার (২ জুলাই) এক প্রতিবেদনে একথা জানিয়েছে বিবিসি বাংলা। সংবাদ মাধ্যমটি জানায়, দিল্লিতে একাধিক শীর্ষস্থানীয় সরকারি সূত্র তাদের এ বিষয়টি নিশ্চিত করেছে।
বিবিসি বলছে, আগস্ট মাসের ১৭ থেকে ৩১ তারিখের ভেতরে ঢাকা ও চট্টগ্রামে ভারতীয় দলের তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিলো। তবে পুরোপুরি ‘রাজনৈতিক কারণেই’ যে ভারতীয় ক্রিকেট দলের এই বাংলাদেশ সফরে ভারত সরকার সায় দিচ্ছে না, সেই ইঙ্গিতও পাওয়া যাচ্ছে।
দিল্লি মনে করছে, এই মুহূর্তে ভারত ও বাংলাদেশের মধ্যে যে ধরনের শীতল কূটনৈতিক সম্পর্ক বিরাজ করছে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ভারতে যে ধরনের ‘বিরূপ মনোভাব’ দেখা যাচ্ছে – তাতে সে দেশে ভারতের ক্রিকেট টিমের সফর কোনো ইতিবাচক বার্তা দেবে না।
বিভি/এমআর
মন্তব্য করুন: