• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিয়ের ১০ দিন পরই ফুটবলারের মর্মান্তিক মৃত্যু!

প্রকাশিত: ২০:৩৫, ৩ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
বিয়ের ১০ দিন পরই ফুটবলারের মর্মান্তিক মৃত্যু!

ইংলিশ ক্লাব লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোতা। ২৮ বছর বয়সী এই তারকা ফুটবলার বিয়ে করেছিলেন শৈশবের প্রেমিকা রুতে কারদোসাকে। বিয়ের পর সুখেই ছিলেন তারা। সেই বিয়ের ভিডিও বুধবার (২ জুলাই) রাতে প্রকাশ করেছিলেন কারদোসা। এর কয়েক ঘণ্টা পরই মর্মান্তিক মৃত্যু হয়েছে তার।

২২ জুন পোর্তোয় বিয়ে করেছিলেন কারদোসা ও জোতা। তাদের সন্তান আছে তিনটি। ২৮ জুন সেই ছবি পোস্ট করেন জোতা। তার স্ত্রী ভিডিও প্রকাশ করেছিলেন বুধবার। এর কিছুক্ষণ পরই এল মর্মান্তিক মৃত্যুর খবর।

ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে পর্তুগালের হয়ে দুইবার জিতেছেন নেশনস লিগ। এমন সম্ভাবনাময় এক তারকা চলে গেলেন বড্ড অবেলায়। জোতা ভাইদের মৃত্যুতে শোক প্রকাশ করে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের বিবৃতি, ‘‘দুই চ্যাম্পিয়নকে হারিয়েছি আমরা। তাদের মৃত্যু পর্তুগিজ ফুটবলের অপূরণীয় ক্ষতি। তাদের অবদানকে সম্মান জানাতে সর্বোচ্চ চেষ্টা করব আমরা।”

সূত্র: হিন্দুস্তান টাইমস

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2