ইতিহাসের হাতছানি টাইগারদের, টস হারলেন মিরাজ

প্রথমবারের মতো শ্রীলংকার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি দিচ্ছে বাংলাদেশ ক্রিটে দলকে। তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। ক্যান্ডির পাল্লেকেলেতে শুরু হয়েছে তৃতীয় ম্যাচ। এই ম্যাচে টস হেরেছেন মেহেদি হাসান মিরাজ।
টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। এই ম্যাচে একাদশে একটি পরিবতর্ন নিয়ে ফিল্ডিংয়ে নামছে টাইগাররা। বাংলাদেশের একাদশে হাসান মাহমুদের পরিবর্তে তাসকিন আহমেদকে দলে নেওয়া হয়েছে।
আগের ম্যাচে জ্বলে উঠতে পারেননি হাসান মাহমুদ। এদিকে চোটের শঙ্কা থাকলেও ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় রয়েছেন শান্তও। তবে লঙ্কার একাদশে কোনো পরিবর্তন আসেনি।
কলম্বোর প্রেমাদাসায় প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হেরে সিরিজে পিছিয়ে পড়ে মেহেদি মিরাজের দল। তবে দ্বিতীয় ওয়ানডেতে বোলারদের কৃতিত্বে ১৬ রানে জয় পায় টাইগাররা। সিরিজে ফেরে সমতা।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন, তওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জেনিথ লিয়ানাগে, দুনিথ ওয়েললাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসেনা ও দুশমন্থ চামিরা।
বিভি/এজেড
মন্তব্য করুন: