• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

লঙ্কার মাটিতে ইতিহাস গড়তে টাইগারদের দরকার ২৮৬ রান

প্রকাশিত: ১৮:৫৯, ৮ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
লঙ্কার মাটিতে ইতিহাস গড়তে টাইগারদের দরকার ২৮৬ রান

শ্রীলংকার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। এই ইতিহাস গড়তে মেহেদি হাসান মিরাজদের দরকার ২৮৬ রান। ক্যান্ডির পাল্লেকেলেতে টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান তুলেছে স্বাগতিক শ্রীলঙ্কা।

দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেয় লঙ্কানরা। এরপর তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। ক্যান্ডির পাল্লেকেলেতে তৃতীয় ম্যাচে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। 

এদিন লঙ্কানদের হয়ে ব্যাট হাতে জ্বলে ওঠেন কুশল মেন্ডিস। তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ ওয়ানডে শতক। আর চারিথা আসালাঙ্কার ব্যাট থেকে আসে ফিফটি (৫৮)। বাকিদের মধ্যে পাথুম নিশানকা ৩৫ রান করেন।

বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ দুটি করে উইকেট নেন। তানজিম সাকিব, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান একটি করে উইকেট নেন।

কলম্বোর প্রেমাদাসায় প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হেরে সিরিজে পিছিয়ে পড়ে মেহেদি মিরাজের দল। তবে দ্বিতীয় ওয়ানডেতে বোলারদের কৃতিত্বে ১৬ রানে জয় পায় টাইগাররা। সিরিজে ফেরে সমতা।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন, তওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জেনিথ লিয়ানাগে, দুনিথ ওয়েললাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসেনা ও দুশমন্থ চামিরা।

বিভি/এজেড

মন্তব্য করুন: