• NEWS PORTAL

  • সোমবার, ১৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

হাসলো লিটনের ব্যাট, লঙ্কার সামনে বড় লক্ষ্য বাংলাদেশের

প্রকাশিত: ২১:২৮, ১৩ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
হাসলো লিটনের ব্যাট, লঙ্কার সামনে বড় লক্ষ্য বাংলাদেশের

৭৬ রান করেছেন লিটন দাস। ছবি- ক্রিকইনফো

যে ব্যাটিং ব্যর্থতায় টানা হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। সেই ব্যর্থতা থেকে আজ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে টাইগাররা। আজ ঘুরে দাঁড়ালেন লিটন দাস-শামীম হোসেনরা। মিডল অর্ডার ব্যাটারদের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় পুঁজি পেয়েছে বাংলাদেশ।

ডাম্বুলায় টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। লিটন দাস সর্বোচ্চ ৭৬ রান করেছেন। এ ছাড়া ৪৮ রান করেছেন শামীম। তাওহীদ হৃদয় ২৫ বলে ৩১ রান করেছেন।

এদিও ব্যর্থ ছিলেন দুই ওপেনার। প্রথম ওভারেই উইকেট তুলে নেন তুয়ান তুসারা। কোন রান না করেই সাঁজঘরে ফেরেন পারভেজ ইমন। পরের ওভারে ৫ রান করে বিনুরা ফার্নান্দোর শিকার হন আরেক ওপেনার তানজিদ তামিম। 

শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে ব্যাকফুটে বাংলাদেশ। নিতে পারেনি পাওয়ার প্লের সুযোগ। পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেটে ৩৯ রান করে বাংলাদেশ। এরপর লিটন-হৃদয়ের ৬৯ রানের জুটি এবং লিটন-শামীমের ৭৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় সফরকারীরা।

লঙ্কানদের হয়ে এদিন ৪ ওভারে ৩১ রানে ৩ উইকেট নেন বিনুরা ফার্নান্দো। নুয়ান থুসারা ও মাহেশ থিকসেনা একটি করে উইকেট নেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2