উত্তেজনা ছড়ানো ম্যাচে শেষ মূহুর্তের গোলে জয় বাংলাদেশের

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। যদিও দ্বিতীয় ম্যাচে জিততে গিয়ে বেশ ঘাম ঝরেছে আফিদা খন্দকারদের। নেপালের বিরুদ্ধে শেষ মূহুর্তের সফলতায় ৩-২ গোলে জিতেছে স্বাগতিকরা।
এই ম্যাচের দ্বিতীয়ার্ধ ছিল ঘটনাবহুল। ৫৪ মিনিটে দুই দলের একজন করে খেলোয়াড় লাল কার্ড দেখেন। বাংলাদেশের ফরোয়ার্ড সাগরিকাকে বাধা দেন নেপালের ডিফেন্ডার। এক পর্যায়ে তিনি মেজাজ হারিয়ে সাগরিকাকে আঘাত করেন। আবার সাগরিকাও হাতাহাতিতে জড়ান। এতে রেফারি দুই জনকে সরাসরি লাল কার্ড দেখান।
অতিরিক্ত সময়ে স্কোরলাইন বাংলাদেশ ২-২ নেপাল। ৭ মিনিট ইনজুরি সময়ের খেলা চলছে। অন্তিম মুহুর্তে কাউন্টার অ্যাটাকে উমহেলার বাড়ানো পাসে বক্সের মধ্যে দারুণ ফিনিশিং করেন তৃষ্ণা। তাতেই নিশ্চিত হয় জয়।
২-০ গোলে এগিয়ে বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। দুই গোলে পিছিয়ে পড়ে বিরতির পর নেপাল ম্যাচে সমতা এনেছিল। ১৪ মিনিটে মাঝ মাঠ থেকে সাগরিকার পাস গোলে শট নেন মুনকি। গোললাইন ক্রসের মুহুর্তে নেপালের গঙ্গা রোকায়া বল ফিরিয়ে দিলে তা আবার জালে পাঠান শিখা। ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন সাগরিকা।
এর আগের ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। নেপাল তাদের প্রথম ম্যাচে ভুটানকে ৬-১ গোলে হারায়। আর আজ দিনের অন্য ম্যাচে ভুটান ৫-০ গোলে হারায় শ্রীলঙ্কাকে। আগামী ১৫ জুলাই ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ।
বিভি/এজেড
মন্তব্য করুন: