• NEWS PORTAL

  • সোমবার, ১৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

একশোও করতে পারলো না শ্রীলঙ্কা, দাপুটে জয় টাইগারদের

প্রকাশিত: ২২:৪৬, ১৩ জুলাই ২০২৫

আপডেট: ২২:৫৮, ১৩ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
একশোও করতে পারলো না শ্রীলঙ্কা, দাপুটে জয় টাইগারদের

এভাবে বারবার উইকেট শিকারের উল্লাস করেছে বাংলাদেশ। ছবি- ক্রিকইনফো

ওয়ানডে সিরিজের মতো টি-টোয়েন্টি সিরিজেও এক ম্যাচ হারের পরই জয় পেয়েছে বাংলাদেশ। তবে ওয়ানডের মতো নয়, টি-টোয়েন্টিতে বেশ দাপুটে জয় পেয়েছে লিটন দাসের দল। বাংলাদেশের ছুড়ে দেওয়া ১৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯৪ রানে গুটিয়ে গেছে স্বাগতিক শ্রীলঙ্কা।

৮৩ রানের বড় এই জয়ে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় এসেছে। সিরিজের বাকি ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। আগামী বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় কলম্বোতে হবে এই ম্যাচটি।

ডাম্বুলায় শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টির সিরিজ বাঁচাতে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। পাল্লেকেলের ফর্ম হারিয়ে ম্যাচের প্রথম ওভারেই নুয়ান থুসার বলে ডাক করেন পারভেজ হোসেন ইমন। পরের ওভারেই আরেক ওপেনার তানজিদ হাসান কাটা পড়েন ফার্নান্দোর বলে। 

স্কোর বোর্ড যখন ২ উইকেট হারিয়ে ৭ রান, তখন লাল-সবুজের হাল ধরেন লিটন-হৃদয়। নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে করেন ৫৫ বলে ৬৯ রানের জুটি। ২৫ বলে ৩১ রানে ফেরেন তাওহিদ হৃদয়। একই ওভারে ব্যাটিংয়ে নেমে ১ রানে প্যাভিলিয়নে ফিরতে হয় মেহেদি মিরাজকে। ২ ওভার শেষে স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৮০ রান। 

পঞ্চম উইকেটে ২৬ বলে ৫০ রানের জুটি গড়েন লিটন-শামিম। টি-টোয়েন্টিতে ১৩ ম্যাচ পরে অর্ধশতকের দেখা পান লিটন। লিটনের সাথে ঝড়ো ইনিংসের আরেক সঙ্গী শামিম হোসেন। ২৭ বলের ৪৮ রানে রান আউট হয়ে সাজ ঘরে ফেরার পর ইনিংস শেষ হয় ৭ উইকেটে ১৭৭ রানে।

টার্গেটে খেলতে নেমে দ্বিতীয় ওভারে শামীমের ডিরেক্ট থ্রোতে কুশাল মেন্ডিস ফেরেন।  পরপর দুই ওভারে দুই উইকেট তুলে নেন সফরে প্রথম বল করতে আসা শরিফুল।পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই স্বাগতিকদের স্কোরবোর্ড দাঁড়ায় ৪ উইকেটে ৩৭ রান।

পরে রানের গতি ঠিক থাকলেও স্কোরবোর্ডে উইকেটের সংখ্যা বাড়তে থাকে। সাইফউদ্দিন, রিশাদদের বোলিং ঘূর্ণিতে দশের কোটার আগেই একে একে কাটা পড়েন করুনারত্নে, ভ্যান্ডারসে, থিকসানা ও ফার্নান্দো। 

টাইগার বোলিং তোপে ৯৪ রানেই গুটিয়ে যায় সফরকারিদের ইনিংস। রিশাদ হোসেন তিনটি, শরিফুল ইসলাম ও সাইফউদ্দীন দুটি করে এবং মেহেদি হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান একটি করে উইকেট নেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2