পিএসজিকে ৩-০ গোলে গুঁড়িয়ে নিজেদের দ্বিতীয় শিরোপা জিতলো চেলসি

ছবি: সংগৃহীত
বড় মঞ্চে নিজের সেরাটা মেলে ধরলেন কোল পালমার। ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে নিজে করলেন জোড়া গোল, অবদান রাখলেন সতীর্থ জোয়াও পেদ্রোর গোলে। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজিকে ৩-০ গোলে গুঁড়িয়ে আসরে নিজেদের দ্বিতীয় শিরোপা জিতলো চেলসি।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রবিবার (১৪ জুলাই) রাত একটায় মাঠে গড়ায় অল ইউরোপিয়ান ক্লাব বিশ্বকাপ ফাইনাল। প্রথমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ মৌসুমে চারটি শিরোপা জেতা পিএসজিকে চেলসির বিপক্ষে ফাইনালে এগিয়ে রাখা হচ্ছিলো সবচেয়ে বেশি। আসরে আগের ছয় ম্যাচের পারফরমেন্সও পক্ষে যায় প্যারিসের ক্লাবটির।
তবে ফাইনালে প্রথম গোল করে পিএসজির খেলা এলোমেলো করে দেয় এ মৌসুমে উয়েফা কনফারেন্স লিগ জেতা চেলসি। ২২ মিনিটে গোলদাতা তাদের কোল পালমার। ২৩ বছরের এই ইংলিশ উইঙ্গার আট মিনিট পর ব্যবধান দ্বিগুন করে ম্যাচে লন্ডনের ক্লাবটির নিয়ন্ত্রণ ধরে রাখেন। প্রতিপক্ষকে কোনঠাসা করে ৪৩ মিনিটে ৩-০ লিড নেয় এঞ্জো মারেস্কার দল। পালমারের অ্যাসিস্টে গোলদাতা তরুণ ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোয়াও পেদ্রো। নতুন ঠিকানায় প্রথমবার শুরুর একাদশে নেমেই ছেলেবেলার ক্লাব ফ্লুমিনেন্সের বিপক্ষে সেমিফাইনালে চোখধাঁধানো দুটি গোল করেছিলেন ২১ বছরের ফুটবলার।
দ্বিতীয়ার্ধে চেলসির রক্ষণদুর্গ ভেদ করে একটি গোলও শোধ দিতে পারেনি লুইস এনরিকের দল। ২০২১ সালে প্রথম এই শিরোপা ঘরে তোলার আগে ২০১২ সালে ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সের বিপক্ষে ফাইনাল হেরেছিলো লন্ডনের ক্লাবটি। ক্লাব বিশ্বকাপের ২১টি আসরে এই প্রথম বর্ধিত সংস্করণে ৩২টি দল অংশ নিলো।
বিভি/এআই
মন্তব্য করুন: