বিপিএল বদলাতে চায় বিসিবি, পরামর্শ নিলো তামিম-মুশফিকের

গলাবাজি করে বিশাল আয়োজনের গল্প শোনালেও শেষ পর্যন্ত ম্যাড়মেড়েভাবে শেষ করতে হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসর। তবে পুরোনো ব্যর্থতা ও সমালোচনাকে পাশ কাটিয়ে বিপিএলকে জনপ্রিয় করতে নতুন আশ্বাস দিয়েছেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির চেয়ারম্যান মাহবুব আনাম ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
গতকাল সোমবার তামিম ইকবাল ও মুশফিকুর রহিমদের কাছ থেকে পরামর্শ নিয়েছে বিসিবি ও বিপিএলের গভর্নিং কাউন্সিল। নিজেদের ভুল শুধরে বিসিবি বিপিএলকে বদলে দিতে চায়। মিরপুরে এসেছিলেন তামিম, মুশফিক, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয় ও জাকির হাসানরা। ‘বিপিএল প্লেয়ার্স মাইক’ নামের সভায় ভিডিও কলে তাদের সঙ্গে যুক্ত ছিলেন নাজমুল হোসেন শান্তও।
ক্রিকেটারদের বাইরে সভায় ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বিপিএল চেয়ারম্যান মাহবুব আনাম, সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম এবং আকরাম খানসহ বিসিবির পরিচালকরা। সভায় বিপিএলের বর্তমান চ্যালেঞ্জ, কোন কোন জায়গায় উন্নতি করা যায় এসব নিয়ে নিজেদের পরামর্শ ও মতামত দিয়েছেন তামিম-মুশফিকরা।
এরপর বিভিন্ন মিডিয়া হাউজের সাংবাদিকদের সঙ্গে বিপিএলের উন্নতি নিয়ে আলোচনা করবে গভর্নিং কাউন্সিল। পরবর্তীতে ক্রিকেট সমর্থক, কোচ, টেকনিক্যাল স্টাফ, পুরোনো ফ্র্যাঞ্চাইজি মালিক, স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গেও আলাপ করার কথা জানা গেছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: