ছয় বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে আলভারো কারেরাস

রক্ষণভাগে শক্তি বাড়িয়েই চলেছে রিয়াল মাদ্রিদ। এই পর্যায়ে মঙ্গলবার বেনফিকা থেকে ২২ বছরের ডিফেন্ডার আলভারো কারেরাসকে দলে যোগ করেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। নতুন ক্লাবের সঙ্গে ছয় বছরের চুক্তি করেছেন স্প্যানিশ লেফট-ব্যাক।
রিয়ালের যুব দলে তিন বছর খেলে ২০২০ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন কারেরাস। ইংলিশ ক্লাবটির অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলেন। পরে ইউনাইটেডের মূল দলে ডাক পেলেও কখনও খেলার সুযোগ হয়নি।
২০২২ থেকে ২০২৪ সময়কালে ইংল্যান্ডের প্রেস্টম নর্থ এন্ড এবং স্পেনের গ্রানাদায় ধারে খেলেন স্প্যানিশ ডিফেন্ডার। এরপর ২০২৪ সালের জানুয়ারিতে ধারে বেনফিকায় পাড়ি জমান। পর্তুগিজ ক্লাবটি মৌসুম শেষে তাকে পাকাপাকিভাবে কিনে নেয়। বেনফিকার হয়ে ৬৮ ম্যাচ খেলে পাঁচ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট তার ছয়টি। সদ্য সমাপ্ত ক্লাব বিশ্বকাপেও খেলেছেন এই ফুটবলার।
চলতি গ্রীষ্মের দলবদলে রিয়ালে যোগ দেওয়া তৃতীয় ডিফেন্ডার কারেরাস। এর আগে লিভারপুল থেকে ইংলিশ ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার আর্নল্ড ও বোর্নমাউথ থেকে স্প্যানিশ ডিফেন্ডার ডিন হাউসেনকে দলে টেনেছে গত মৌসুমে শিরোপাশূন্য থাকা ইউরোপের সফলতম ক্লাবটি।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: