টি-টোয়েন্টি সিরিজ নির্ধারণী ম্যাচ আজ

সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে আজ মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার (১৬ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে গড়াবে ম্যাচটি। তিন ম্যাচের সিরিজটি ১-১ সমতায় রয়েছে।
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের পারফরম্যান্সের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ব্যাটিং ব্যর্থতা। সিরিজ শুরু হয়েছিলো দারুণভাবে।
গলে ভালো ব্যাটিং করে প্রথম টেস্ট ড্র করার পর থেকেই ব্যাটিংয়ে হতাশার শুরু। নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বে কলম্বোতে দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হারের প্রধান কারণ সেই ব্যাটিং ব্যর্থতা।
প্রেমাদাসায় প্রথম ওয়ানডেতেও ব্যাটিং ব্যর্থতায় ৭৭ রানের বড় ব্যবধানে হার। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের পর বোলিং দলের প্রত্যাশা পূরণ করায় ১৬ রানে জেতে টাইগাররা।
কিন্তু, সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে আবারও হতাশার ব্যাটিংয়ে ডুবে বাংলাদেশ দল। যে উইকেটে লঙ্কানরা ৭ উইকেটে ২৮৫ রান তোলে, সেখানে ১৮৬-তে অলআউট হয় মেহেদি মিরাজের নেতৃত্বাধীন দল।
এরপর পাল্লেকেলেতে প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হারের দায় ব্যাটসম্যানদের। যদিও অলরাউন্ড পারফরম্যান্সে দ্বিতীয় টি-টোয়েন্টি ৮৩ রানে জিতে সিরিজে ঘুঁড়ে দাঁড়ায় বাংলাদেশ। অধিনায়ক লিটন দাস, শামীম হোসেন ও তাওহীদ হৃদয়ের ব্যাটিংয়ে ১৭৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে টাইগাররা। পরে বোলারদের নৈপুণ্যে স্বাগতিকদের ৯৪ রানে বেধে ফেলে লঙ্কা জয়ের আশা জাগিয়ে রেখেছে বাংলাদেশ।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: