শান্তি মার্ডির হ্যাটট্রিকে ভুটানকে ৪-১ গোলে হারালো বাংলাদেশ

ছবি: সংগৃহীত
সাফ অনুর্ধ্ব ২০ নারী ফুটবলে নিজেদের তৃতীয় ম্যাচে ভুটনাকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। খেলায় হ্যাটট্রিক করেছেন শান্তি মার্ডি। এতে টানা তিন ম্যাচে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলো বাংলাদেশ।
টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। টানা তিন জয়ের লক্ষ্যে মঙ্গলবার (১৫ জুলাই) ভুটানের বিপক্ষে মাঠে নামলেও, বৃষ্টির বাধায় পড়ে ম্যাচটি। বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠটি ভারী বর্ষণে খেলার অনুপযোগী হয়ে পড়ে। তবে বিরতি পর্যন্ত রেফারি খেলা চালালেও দ্বিতীয়ার্ধে খেলাই শুরু করতে পারেনি। বিরতি পর্যন্ত বাংলাদেশ এগিয়ে ছিলো ১-০ গোলে।
ষষ্ঠ মিনিটে তৃষ্ণা রানীর শট ভুটানের গোলকিপার থামালেও গ্লাভসবন্দী করতে পারেননি। সেই সুযোগে শান্তি মার্ডি গোলমুখে জটলা থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন।
এরপর বৃষ্টির প্রকোপ বেড়ে গেলে দ্বিতীয়ার্ধে খেলাই শুরু করা যায়নি। গ্রাউন্ডসম্যানরা অনেক চেষ্টা করে প্রকৃতির কাছে হেরে গেছেন। ম্যাচ কমিশনার মাঠ পরিদর্শন করে ৩০ মিনিট পর অন্য ভেন্যুতে খেলার শুরুর ঘোষণা দেন। ফলে কিংস অ্যারেনা থেকে ম্যাচ সরে গিয়ে বসুংন্ধরা কিংস এর অনুশীলন গ্রাউন্ডে সন্ধ্যা পৌনে ৭টায় শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা।
সেখানে ফ্লাড লাইটের সু-ব্যবস্থা থাকায় এবং গ্রাউন্ডটি সিনথেটিক টার্ফের হওয়ায় বৃষ্টির পানি জমার সুযোগ নেই।
দ্বিতীয়ার্ধের শুরুতে ভুটান সমতা আনলেও, সাড়ে চার ঘন্টায় শেষ হওয়া ম্যাচে শান্তি মার্ডির হ্যাটট্রিক এবং মুনকি আকতারের গোলে ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।
বিভি/এআই
মন্তব্য করুন: