চলে গেলেন এফসি পোর্তোর চ্যাম্পিয়ন্স লিগজয়ী অধিনায়ক জর্জ কস্তা

চলে গেলেন এফসি পোর্তোর চ্যাম্পিয়ন্স লিগজয়ী অধিনায়ক জর্জ কস্তা। মঙ্গলবার (৫ আগস্ট) হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৩ বছর বয়সে মারা যান পর্তুগালের সাবেক এই ডিফেন্ডার। মারা যাওয়ার আগে পর্তুগিজ ক্লাবটিতে ফুটবল পরিচালক হিসেবে কাজ করছিলেন জর্জ কস্তা।
মঙ্গলবার ক্লাবের ট্রেনিং সেন্টারে অসুস্থ হয়ে পড়ার পর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিলো। কিন্তু, বাঁচানো যায়নি।
২০০৪ সালে পর্তুগিজ হাই-প্রোফাইল্ড কোচ হোসে মরিনহোর অধীনে পোর্তোর চ্যাম্পিয়ন্স লিগজয়ী দলের অধিনায়ক ছিলেন কস্তা। তার আগের বছর জিতেছিলেন উয়েফা কাপ, বর্তমানে যেটা ইউরোপা লিগ।
পর্তুগালের শীর্ষস্থানীয় ক্লাবটির হয়ে টানা পাঁচটি লিগ শিরোপা জেতা ছয় ফুটবলারের একজন এই কস্তা। নিজ দেশের ক্লাবটির হয়ে ১৩ মৌসুম খেলে শিরোপা জেতেন মোট ২৪টি।
গোটা ক্যারিয়ারে সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যাচ খেলেন ৫৩০টি। এর মধ্যে ৩৮৩টি পোর্তোর হয়ে, ৫০টি জাতীয় দলের জার্সিতে।
পর্তুগাল জাতীয় দলে ১৯৯২ সালে অভিষেক ঘটিয়ে ২০০২ সাল পর্যন্ত খেলেন কস্তা। এরপর ২০০৬ সালে খেলোয়াড়ী জীবনের ইতি টেনে কোচিংয়ে যোগ দেন।
পর্তুগাল, রোমানিয়া, সাইপ্রাস, তিউনিসিয়া, ভারতসহ বিভিন্ন দেশের অনেক ক্লাবকে কোচিং করিয়ে গত বছরের এপ্রিলে পোর্তোয় ফুটবল পরিচালকের দায়িত্ব নিয়েছিলেন কস্তা।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: