• NEWS PORTAL

  • সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

রোনালদোর জোড়া গোলে উড়ন্ত সূচনা পর্তুগালের

প্রকাশিত: ১০:৪৯, ৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১০:৫০, ৭ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
রোনালদোর জোড়া গোলে উড়ন্ত সূচনা পর্তুগালের

ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে উড়ন্ত সূচনা হলো পর্তুগালের। শনিবার দুর্বল আর্মেনিয়ার মাঠে জয় তাদের ৫-০ ব্যবধানে। বিশ্বকাপ বাছাইয়ে পর্তুগিজ ফুটবল মহাতারকা ৩৮ গোল নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে লিওনেল মেসিকে দুই গোল পেছনে ফেলেছেন।

‘এফ’ গ্রুপের ম্যাচটিতে ফিফা র‍্যাংকিংয়ের ১০৫ নম্বর দল আর্মেনিয়াকে চেপে ধরে দশম মিনিটে এগিয়ে যায় পর্তুগাল। ডান দিক থেকে জোয়াও কান্সেলোর গোলমুখে বাড়ানো ক্রসে হেডে বল জালে পাঠান আল নাসরের আক্রমণভাগে রোনালদোর সঙ্গী জোয়াও ফেলিক্স। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ৩৮ বছরের রোনালদো। ডান দিক থেকে ছয় গজ বক্সের মুখে ফেলা পেদ্রো নেতোর ক্রসে নিখুঁত ছোঁয়ায় ঠিকানা খুঁজে নেন পর্তুগাল অধিনায়ক। ১১ মিনিট পর কান্সেলো ব্যবধান আরও বাড়িয়ে দেন। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে রোনালদো ম্যাচে তার দ্বিতীয় গোল তুলে নেন।

বিশ্বকাপ বাছাইয়ে ৩৮ গোল নিয়ে লিওনেল মেসিকে দুই গোল পেছনে ফেলার পাশাপাশি শীর্ষে থাকা গুয়াতেমালার সাবেক স্টাইকার কার্লোস রুইসের সঙ্গে ব্যবধান এক গোলে কমিয়ে আনলেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড গোলদাতার ২২২ ম্যাচে গোল হলো ১৪০টি। ৫৮ মিনিটে রোনালদোকে তুলে নিয়ে গন্সালো রামোসকে নামান কোচ রবার্তো মার্তিনেস। এর তিন মিনিটের মাথায় ফেলিক্স ম্যাচে তার দ্বিতীয় গোল করে বড় জয়ের স্বস্তিতে ভাসান অতিথি শিবির।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: